আমাদের কথা খুঁজে নিন

   

রসময় (সংগৃহীত)

লেখক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

এক দেশে ছিল এক গোলাম রসুল আর তার এক বন্ধু । গোলাম রসুল ছিল বিবাহিত । তার বন্ধুও এক পযর্ায়ে বিবাহ করলো । ব্যাটা খানিক ভোদাই ছিল ; মানে ক্যামনে কি ঠিকমতো বুঝতো না আর কি । বিবাহের পর গোলাম রসুলের বন্ধু কর্তব্য পালন করতে গিয়ে মহা সমস্যা ! গন্তব্য খুঁজে পায় না ! তো বন্ধু শরণাপন্ন হলো গোলাম রসুলের । গোলাম রসূল মৃদু হেসে বল্লেন কস্তুরি থেকে এক বিঘৎ । সমস্যা বাঁধলো অন্য জায়গায় । গোলাম রসুলেরবন্ধুর পাঞ্জা ছিল ভেঙ্কটরাঘবনের মতো বিশাল । তো তাঁর নিশানা যথা সময়ে ভূল হলো । নববধু বলে উঠলেন ,'' আরে আরে কর কি কর কি ! নবী রসুল যেই পথে গেছে সেই পথে যাও !!!!'' গোলাম রসুলের তখন আবিস্কারের উল্লাসে মত্ত; বল্ল : ''আগে গোলাম রসুল এর পথে গিয়া লই পরে নবী রসুল..''.


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।