আমাদের কথা খুঁজে নিন

   

ঝালকাঠিতে বাস দূর্ঘটনায় নিহত ১

ঝালকাঠির কাঠালিয়া উপজেলায় শ্রমিক বহনকারী একটি বাস খাদে পড়ে বাসের হেলহাপার নিহত হয়েছেন। নিহত হেলপারের নাম আজিজুর রহমান (৩৫) । তার বাড়ি সাতক্ষিরা জেলায় তার নাম জানাযায়নি। দূর্ঘটনায় আহত হয়েছে কমপক্ষে ২৫ জন নির্মান শ্রমিক। গতকাল রাতে উপজেলার বান্দাঘাটা নামক স্থানে এ দূঘটনা ঘটনা ঘটে।

এতে কমপক্ষ ৩৫জন শ্রমিক আহত হয়েছে। আহতদের উদ্ধার করে বিভিন্ন উপজেলার হাসপাতালে ভর্তি করা হয়েছে।
 
বাসে থাকা শ্রমিক সরদার তৈয়ব আলী জানান, সাতক্ষিরা থেকে ৫২ জন শ্রমিক বহনকারী বাসটি অপর একটি বাসকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে যায়। পরে ফায়ার সার্ভিসকর্মী ও স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় বেশ ক'জন শ্রমিককে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার ওই হেলপারকে মৃত বলে ঘোষনা করেন। সাতক্ষিরা জেলার বিভিন্ন স্থান থেকে ৫২ জন শ্রমিকের এ দলটি ঝালকাঠির কাঠালিয়া উপজেলার সৌলজালিয়া ইউনিয়নে বেড়িবাঁধ নির্মানের কাজে আসছিলেন বলে জানান শ্রমিক সরদার তৈয়ব আলী।

কাঠলিয়া থানার ওসি তোফাজ্জেল হোসেন বলেন, লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হচ্ছে। এ ব্যপারে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।
 

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.