আমাদের কথা খুঁজে নিন

   

আবদুল হাই শিকদার সভাপতি জাহাঙ্গীর আলম প্র

ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) একাংশের নির্বাচনে কবি আবদুল হাই শিকদার সভাপতি ও জাহাঙ্গীর আলম প্রধান সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। গতকাল বিকালে ডিইউজে অফিসে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিটির চেয়ারম্যান মোস্তফা কামাল মজুমদার। ঘোষিত ফলাফল অনুযায়ী সাধারণ সম্পাদক পদ ছাড়া শিকদার-শহিদ পরিষদ পূর্ণ প্যানেলে জয়লাভ করে। সভাপতি পদে আবদুল হাই শিকদার ৫৩৬ ভোট পেয়ে বিজয়ী হন। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী এলাহী নেওয়াজ খান সাজু পেয়েছেন ৩৭৫ ভোট। সাধারণ সম্পাদক পদে ৩৪৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী জাহাঙ্গীর আলম প্রধান। নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন শিকদার-শহিদ প্যানেলের শহিদুল ইসলাম (৩৩৬ ভোট)। খোরশেদ আলম পেয়েছেন ২৫৮ ভোট।

সহ-সভাপতি হয়েছেন আনোয়ার কবির বুলু (৫১৮ ভোট), খন্দকার হাসনাত করিম (৪৪৭ ভোট), সৈয়দ আলী আসফার (৩৯৬ ভোট)। এ ছাড়া যুগ্ম সম্পাদক শাহীন হাসনাত (৪৬২ ভোট), কোষাধ্যক্ষ এম এ নোমান (৪৪১ ভোট), সাংগঠনিক সম্পাদক রফিক মুহাম্মদ (৫৫১ ভোট), প্রচার সম্পাদক আকন আবদুল মান্নান (৫৩৫ ভোট), ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক দিদারুল আলম সর্বোচ্চ ৬৪৭ ভোট, জনকল্যাণ সম্পাদক আবদুস সেলিম (৪৫৬ ভোট), দফতর সম্পাদক শরীফ আবদুল গোফরান (৫১১ ভোট) নির্বাচিত হয়েছেন। ৮টি সদস্য পদে বিজয়ী হয়েছেন সালাহউদ্দিন মোহাম্মদ বাবর (৫৪৭ ভোট), মীর আহমেদ মীরু (৫৩৩ ভোট), শাহজাহান সাজু (৪৮৪ ভোট), জাহিদুল ইসলাম রনি (৪৫২ ভোট), শওকত রেজা (৪০৩ ভোট), এরফানুল হক নাহিদ (৪০২ ভোট) ও প্রত্যয় চৌধুরী (৩১৮ ভোট)।

শুক্রবার সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ডিইউজে নির্বাচনে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে শিকদার-শহিদ ও সাজু-খুরশীদ প্যানেলসহ সাধারণ সম্পাদক পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন জাহাঙ্গীর আলম প্রধান। নির্বাচনে ১২৩০ জন ভোটারের মধ্যে ১০০৪ জন ভোট প্রদান করেন। শুক্রবার সন্ধ্যা ৭টা থেকে শনিবার বিকাল সাড়ে ৩টা পর্যন্ত সম্পূর্ণ ম্যানুয়েল পদ্ধতিতে একটানা ভোট গণনা চলে। তবে সভাপতি প্রার্থী এলাহী নেওয়াজ খান নির্বাচনের স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে ভোট গণনার কার্যক্রম থেকে নিজের এজেন্ট প্রত্যাহার করে নেন।

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.