আমাদের কথা খুঁজে নিন

   

মন্দা বাজারেও ‘হল্টেড’ ১৬ কোম্পানি

কিছুটা মন্দা অবস্থা বিরাজ করছে দেশের শেয়ারবাজারে। টানা চার দিন ধরে সূচকের পতন লক্ষ করা যাচ্ছে। আজ রোববারও প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতন অব্যাহত রয়েছে। একই সঙ্গে লেনদেন হওয়া অধিকাংশ কোম্পানির শেয়ারের দামও কমেছে। এর মধ্যেও তালিকাভুক্ত ১৬টি কোম্পানি ছিল আজ ‘হল্টেড’।

এক দিনে সর্বোচ্চ দাম বৃদ্ধির কারণে প্রতিষ্ঠানগুলো হল্টেড তথা লেনদেন বন্ধ হয়ে যায়।
বাজারসংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, সম্প্রতি বেশ কিছু স্বল্প মূলধনি এবং অপেক্ষাকৃত দুর্বল মৌলভিত্তিসম্পন্ন কোম্পানির শেয়ারের দাম অস্বাভাবিক হারে বাড়ছে। এক শ্রেণীর বিনিয়োগকারী (গ্যাম্বলার) গুজব ছড়িয়ে এসব কোম্পানির শেয়ারের দাম বাড়াচ্ছেন বলে অভিযোগ রয়েছে। এসব দুর্বল মৌলভিত্তিসম্পন্ন কোম্পানির শেয়ারের দাম অস্বাভাবিক বেড়ে যাওয়া অসুস্থ বাজারের লক্ষণ বলেও মনে করছেন বাজার বিশেষজ্ঞরা।
ডিএসই সূত্রে জানা যায়, আজ হল্টেড হওয়া কোম্পানিগুলোর মধ্যে রয়েছে দেশ গার্মেন্টস, আনোয়ার গ্যালভানাইজিং ও ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক।

প্রতিষ্ঠানগুলোর শেয়ারের দাম সর্বোচ্চ ১০ শতাংশ বেড়েছে। এ ছাড়া রহিমা ফুডের ৯ দশমিক ৯৬, প্রাইম টেক্সটাইলের ৯ দশমিক ৯৬ শতাংশ, হাক্কানী পাল্প অ্যান্ড পেপারের ৯ দশমিক ৯৩, বিডি অটোকারের ৯ দশমিক ৯১, লিগাসি ফুটওয়্যারের ৯ দশমিক ৮৭, মুন্নু সিরামিকসের ৯ দশমিক ৮১, ইনটেক অনলাইনের ৯ দশমিক ৭৭ এবং স্ট্যান্ডার্ড সিরামিকসের শেয়ারের দাম ৯ দশমিক ৭৬ শতাংশ বেড়ে হল্টেড হয়ে যায়। ।

সোর্স: http://www.prothom-alo.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।