আমাদের কথা খুঁজে নিন

   

আইওএস ৭ ইনস্টলের আগে পাঁচ করণীয়

আইওএস ডিভাইস ব্যবহারের পুরো অভিজ্ঞতাই পাল্টে দেবে আইওএস ৭ এমনটাই মন্তব্য সিনেটের। সিনেটের প্রতিবেদন অনুযায়ী, আইওএস ৭-এর জন্য নতুন করে ফোন আইকন ডিজাইন করেছে অ্যাপল। নতুন ফিচার হিসেবে যোগ হয়েছে কন্ট্রোল সেন্টার, ফটো ফিল্টার আর এয়ার ড্রপ।
নতুন ফিচার আর নতুন ডিজাইনের আইওএস ৭ ব্যবহারের জন্য মুখিয়ে আছেন অ্যাপল ভক্তরা। তাদের জন্যেই আইওএস ৭ ইনস্টলের আগের পাঁচ করণীয় বাতলে দিয়েছে প্রযুক্তিবিষয়ক সাইটটি।


চেক করে নিন ডিভাইস কম্প্যাটিবিলিটি
নিজের অ্যাপল ডিভাইসে আইওএস ৭ চলবে কি না, সেটা নিশ্চিত হয়ে নিতে হবে অবশ্যই। আইওএস অপারেটিং সিস্টেমে চলার উপযোগী ডিভাইসগুলোর একটি তালিকা ইতোমধ্যেই পোস্ট করেছে অ্যাপল। মনে রাখবেন, আইফোন ৩এস বা তার আগের মডেলগুলো, আইপ্যাড প্রথম মডেলটি আর আইপড টাচ ৪র্থ জেনারেশন বা তার আগের মডেলগুলেতে আইওএস চলবে না।
ডিলিট করুন অব্যবহৃত অ্যাপ
অ্যাপল ডিভাইসটি আইওএস ৭-এ চলবে কি না, সেটা নিশ্চিত হওয়ার পরের কাজটি হচ্ছে ডিভাইসের অব্যবহৃত অ্যাপগুলো ডিলিট করে দেওয়া। ডিলিট করার জন্য অ্যাপ্লিকেশনটির আইকনের উপর ট্যাপ করে ধরে রাখুন, যতক্ষণ না আইকনটি নড়াচড়া শুরু করে।

এরপর কোনায় ‘ক্রস’ আইকনটিতে ট্যাপ করে ডিলিট করে দিন অ্যাপটি। পরে অ্যাপটির প্রয়োজন হলে অ্যাপলের অ্যাপস্টোর থেকে ডাউনলোড করে নিতে পারবেন সহজেই।
প্রয়োজনীয় অ্যাপগুলো আপডেট করে নিন
অব্যবহৃত অ্যাপ ডিলিট করার পরের কাজটি হচ্ছে, প্রয়োজনীয় অ্যাপগুলো আপডেট করে নেওয়া। অ্যাপলের অ্যাপস্টোর থেকে সহজেই আপডেট করে নেওয়া যাবে আইওএস অ্যাপ। আর আইওএস ইনস্টল করার পর অ্যাপ্লিকেশনের আপডেট নিয়ে মাথা ঘামাতে হবে না ব্যবহারকারীকে।

আইওএস ৭-এর সবচেয়ে বড় ইতিবাচক দিক হচ্ছে, অপারেটিং সিস্টেমটি ইনস্টল করার পর নিজে থেকেই সব অ্যাপ আপডেট করে নেবে এটি।
ডিভাইস ব্যাকআপ
যেকোনো অপারেটিং সিস্টেম আপডেট বা পরিবর্তন করার আগের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটি হচ্ছে ডিভাইসটি ব্যাকআপ করে নেওয়া। ডিভাইসের পুরনো সেটিং আর কনটেন্ট ব্যাকআপ করা থাকলে, ওএস আপডেট করার সময় কোনো সমস্যা হলেও সহজেই ডিভাইসটিকে আগের অবস্থায় নেওয়া যাবে। আইটিউনস অথবা আইক্লাউড ব্যবহার করে সহজেই নিজের অ্যাপল ডিভাইসের ব্যাকআপ করে নেওয়া যাবে।
আইটিউন আপডেট
সাধারণত আইওএস এবং আইটিউনস আপডেট একই সঙ্গে লঞ্চ করে অ্যাপল।

অ্যাপলের নিজস্ব ওয়েবসাইটে চেক করে নেওয়া যেতে পারে, আইটিউনসের আপডেটের জন্য। ম্যাক থেকে আপডেটের জন্য অ্যাপল মেনু আইকনে ক্লিক করে সফটওয়্যার আপডেট থেকে চেক করে নিন।

সোর্স: http://bangla.bdnews24.com

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.