আমাদের কথা খুঁজে নিন

   

আইওএস সংস্করণে জিটিএ: স্যান অ্যান্ড্রিয়াস

আইফোন এবং আইপ্যাডের জন্য গ্র্যান্ড থেফট অটো (জিটিএ) গেইমটির আইওএস সংস্করণ নিয়ে এসেছে নির্মাতা প্রতিষ্ঠান রকস্টার গেইমস। আইটিউনসে এখন পাওয়া যাচ্ছে ‘জিটিএ: স্যান অ্যান্ড্রিয়াস’।
ব্রিটিশ টেবলয়েড মিরর এক প্রতিবেদনে জানিয়েছে, শুধু আইওএস নয়, আগামী সপ্তাহের মধ্যেই উইন্ডোজ ফোন, কিন্ডল এবং অ্যান্ড্রয়েড সংস্করণেও গেইমটি নিয়ে আসবে রকস্টার।
জিটিএ: স্যান অ্যান্ড্রিয়াসের আইওএস সংস্করণের গেইমটিতে দেখা যাবে কাল্পনিক চরিত্র সিজেকে সাজানো হত্যা মামলায় জড়িয়েছে বেশকিছু দুর্নীতিগ্রস্ত পুলিশ। নিজেকে নির্দোষ প্রমাণ করতে এবং নিজের পরিবারকে রক্ষা করতে সিজে পালিয়ে এসেছে স্যান অ্যান্ড্রিয়াসে।


নির্দোষ প্রমাণ করতে গেইমারদের সিজের ভূমিকায় অংশ নিতে হবে বিভিন্ন মিশনে। এসব মিশনের মধ্যে থাকবে গাড়ি চালানো, শত্রুকে গুলি করা, ক্যাসিনোতে অংশ নেওয়া। এছাড়াও জাম্প জেটের মাধ্যমে উড়তে এবং পাহাড় থেকে বাইক চালিয়ে নেমে আসতে হবে সিজেকে।
গেইমাররা মোট তিনভাবে গেইমটিকে নিয়ন্ত্রণ করতে পারবেন। এ ছাড়াও গেইমাররা ‘জিটিএএসএ’ নামে নিজেদের পছন্দের গানের প্লেলিস্ট তৈরি করতে পারবেন।

এতে করে গেইমটি চালু করে রেডিও স্টেশন থেকে ‘মিক্সটেপ’ সিলেক্ট করে দিলেই শোনা যাবে তৈরি প্লেলিস্টের গানগুলো।
আগ্রহী গেইমাররা আইটিউনস থেকে সাত ডলারে কিনতে পারবেন গেইমটি।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.