আমাদের কথা খুঁজে নিন

   

অবশেষে নিয়োগ পাচ্ছেন ৩২তম বিসিএসে উত্তীরú

অবশেষে নিয়োগ পাচ্ছেন ৩২ তম বিসিএস-এ উত্তীর্ণ ১৬৮০ জন প্রার্থী। ইতিমধ্যেই তাদের নিয়োগ প্রক্রিয়া চূড়ান্ত করেছে জনপ্রশাসন মন্ত্রনালয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘ অধিবেশন শেষে দেশে ফেরার দু'এক দিনের মধ্যেই নিয়োগের গেজেট প্রকাশ করার আশা করছে জনপ্রশাসন মন্ত্রনালয়। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর মুক্তিযোদ্ধা ও তাদের সন্তানদের পক্ষ থেকে বিশেষ একটি বিসিএস নেওয়ার দাবি ওঠে। ফলে মুক্তিযোদ্ধা, নারী ও উপজাতীয় কোটায় দুই হাজার ৮০০ পদে লোক নিয়োগের জন্য ২০১১ সালের ২৯ অক্টোবর ৩২তম বিশেষ বিসিএস এর বিজ্ঞাপন জারি করে সরকারি কর্মকমিশন (পিএসসি)।

প্রিলিমিনারি, লিখিত ও মৌখিক পরীক্ষা শেষে চলতি বছরের ১০ জানুয়ারি ওই পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশ করা হয়। এতে দুই হাজার ৫৯২ জন উত্তীর্ণ হন। এর মধ্যে বিভিন্ন ক্যাডারে এক হাজার ৬৮০ জনকে নিয়োগের সুপারিশ করে পিএসসি।

এর মধ্যে এক হাজার ৩৮৫ জন মুক্তিযোদ্ধা, ২০১ জন নারী এবং ৯৪ জন আদিবাসী কোটার।

এরপর গত মে মাসে তঁদের শারীরিক পরীক্ষা সম্পন্ন হয়। কিন্তু দীর্ঘ দিন পার হয়ে গেলেও ৩২তম বিসিএস এ উত্তীর্ণ প্রার্থীদের নিয়োগের ব্যাপারে জনপ্রশাসন মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করতে পারেনি। এ নিয়ে উত্তীর্ণদের মধ্যে এক ধরণের হতাশা দেখা দেয়।

তবে গতকাল জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্র জানায়, ৩২তম বিসিএস এ উত্তীর্ণদের নিয়োগ প্রক্রিয়া প্রায় চূড়ান্ত। এ পর্যন্ত এক হাজার ১১২ জনের শারীরিক পরীক্ষার প্রতিবেদন মন্ত্রণালয়ে জমা হয়েছে। বাকী ৫৬৮ জনের বিষয়ে এখন পর্যন্ত্র মন্ত্রনালয় কোন প্রতিবেদন পায়নি।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আবদুস সোবহান সিকদার গতকাল বাংলাদেশ প্রতিদিনকে বলেন, আমরা ১৬৮০ জনকেই নিয়োগ দেয়ার প্রক্রিয়া চূড়ান্ত করেছি। এরমধ্যে ৫৬৮ জনকে নিয়োগ দেওয়া হবে শর্ত সাপেক্ষে।

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.