আমাদের কথা খুঁজে নিন

   

সোনাগাজীতে নির্বাচনী বোমায় নিহত ১

ফেনীর সোনাগাজীর আহম্মদপুর এলাকায় ককটেল তৈরির সময় বিস্ফোরণে একরামুল হক দুলাল (৬০) নামে এক আওয়ামী লীগ কর্মী নিহত হয়েছেন। এ সময় যুবলীগের আরও দুজন আহত হন। আহত শরীফ ও মিজানুর রহমানকে আশঙ্কাজনক অবস্থায় ফেনী সদর হাসপাতালে চিকিৎসা শেষে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। সোনাগাজী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু জাফর মোহাম্মদ সালেহ জানান, শনিবার সকালে আহম্মদপুর এলাকার মানু মিয়ার বাজারের একটি চা দোকানের পেছনে ককটেল তৈরির সময় বিকট শব্দে বিস্ফোরণ হলে ঘটনাস্থলে তিনজন আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে ফেনী সদর হাসপাতালে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক একরামুল হক দুলালকে মৃত ঘোষণা করেন। তিনি সোনাগাজী উপজেলার আমিরাবাদ ইউনিয়নের মধ্যম আহম্মেদপুর গ্রামে মৃত এবাদুল্লাহর ছেলে। ফেনী সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) অসীম কুমার সাহা জানান, গুরুতর আহত একই গ্রামের আবুল কালামের ছেলে সিরাজুর রহমান শরীফ ও আহম্মদ মিয়ার ছেলে মিজানুর রহমানকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.