আমাদের কথা খুঁজে নিন

   

টেলিযোগাযোগ অধিদফতরে ডিপ্লোমা ইঞ্জিনিয়

টেলিযোগাযোগ অধিদপ্তরে স্থায়ী ও পর্যায়ক্রমে বিলোপযোগ্য পদে সহকারী প্রকৌশলী (ডিপ্লোমা ইঞ্জিনিয়ার) কোটা রাখার দাবি জানিয়েছে বাংলাদেশ টিএন্ডটি বোর্ড ডিপ্লোমা প্রকৌশলী সমিতি। গতকাল রাজধানীর কাকরাইলে আইডিবি কার্যালয়ে সংগঠনের এক সভায় এ দাবি জানানো হয়। সভায় বক্তরা বলেন, সম্প্রতি বিলুপ্ত বিটিটিবি'র নবসৃজিত টেলিযোগাযোগ অধিদপ্তরে কর্তৃপক্ষ সৃজনকৃত ২৫৫টি এবং বিলোপযোগ্য ৭৫১৯টি পদে কোন ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ডিগ্রিধারী সহকারী প্রকৌশলীকে রাখা হয়নি। ফলে কর্মকর্তাদের মধ্যে চরম ক্ষোভ ও হতাশা সৃষ্টি হয়েছে। তারা অবিলম্বে সরকারের কাছে তাদের দাবি মেনে নেওয়ার আহ্বান জানান। সংগঠনের সভাপতি মো. সাইদুর রহমানের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মো. নাসির উদ্দিন, ঠাকুর আলাউদ্দিন. আবু বক্কর ছিদ্দিক, নজরুল ইসলাম খান প্রমুখ উপস্থিত ছিলেন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.