আমাদের কথা খুঁজে নিন

   

খন্ড খন্ড দৃশ্যকল্প এবং আত্মোপলব্ধির ডুয়েল

আমি এমন এক সাধারন মানুষ হতে চাই যে অসাধারন হবার পেছনে দৌঁড়ায়না এবং বিনা প্রশ্নে কিছু গ্রহন করেনা ।

শেষ বিকাল । কমলা আকাশ । অন্তর্দ্বন্দ্ব । ক্ষতবিক্ষত চেতনা ।

অসাড় মস্তিষ্ক । ভীড়ে মিশে যাওয়া । হাঁটতে থাকা । ক্লান্তি । শক্ত চোয়াল ।

দৃড়প্রতিজ্ঞ অবয়ব । বই নামক রাইফেলের সাহচর্য । নিজেকে ফিরে পাওয়া । প্রতিজ্ঞা । ভোর হওয়া ।

সূর্য উঠা । ফের সেই চেনা পরিচিত রাস্তা । পৃথিবীর মুখোমুখি । হার না মানা পণ । দাঁতে দাঁত চেঁপে লড়াই অজস্র চেনা - অচেনা শুয়োরের বিরুদ্ধে ।

দুপুরের রোদ । ক্ষুধা । ট্র্যাকে ফেরা হয়েছে উপলব্ধি করে সন্তুষ্টি । জয়লাভ । বিজয়ীর অনুভূতিকে তুড়ি মেরে সামনে দুই পা ফেলা ।

আরেক প্রস্থ প্রাণভরে বাঁচবার উপযুক্ত সময় সৃষ্টি করা । অগণিত না দেখা অনেক লাশের মাঝে জীবন । বিচ্ছিন্ন সহস্র সত্তায় আত্মসন্ধান ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.