আমাদের কথা খুঁজে নিন

   

গুগলকে আইনের আওতায় আনার আহ্বান

প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ভার্জকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, গুগল এককভাবে অনলাইন সার্চে আধিপত্য করছে। এছাড়া অ্যাড ক্যাম্পেইন ও স্প্যাম ছড়িয়ে গুগল ব্যক্তিগত গোপনীয়তা ভঙ্গ করছে। এসব অনৈতিক চর্চার অভিযোগ এনে গুগলকে আইনের আওতায় আনা উচিত বলে মনে করেন বলমার।
বলমার বলেন, “গুগলের সঙ্গে প্রতিযোগিতা করতে এখন আমরাই একমাত্র প্রতিদ্বন্দ্বী। আমি বিশ্বাস করি, গুগলের এ চর্চা কম্পিটিশন অথরিটির সঙ্গে আলোচনা করার যোগ্য। আমরা কম্পিটিশন অথরিটির সঙ্গে আলোচনাও করেছি।”
এদিকে মাইক্রোসফট গুগলের অ্যাড ক্যাম্পেইন ও বিভিন্ন সার্ভিসের মাধ্যমে অনৈতিক ব্যবসা নিয়ে সচেতনতা বাড়ানোর চেষ্টা করছে। তাতে বলা হচ্ছে, গুগল এসবের মাধ্যমে ইমেইল ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা ভঙ্গ করছে।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.