আমাদের কথা খুঁজে নিন

   

গুগলকে সর্বোচ্চ জরিমানা করল স্পেন

এক প্রতিবেদনে সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, গুগল নিজেদের প্রাইভেসি পলিসি পরিবর্তন করে অনলাইন সেবার মাধ্যমে ব্যক্তিগত তথ্য সংযুক্ত করা শুরু করার কারণেই এ জরিমানাটি করা হয়েছে।
এ প্রসঙ্গে গুগল জানিয়েছে, তারা স্প্যানিশ তদন্তে সাহায্য করেছে এবং সংস্থাটির পূর্ণ প্রতিবেদন দেখার পরই তারা পদক্ষেপ নেবে। প্রতিষ্ঠানটি ২০১২ সালের মার্চে তাদের প্রাইভেসি পলিসিতে পরিবর্তন এনে ব্যক্তিগত তথ্য সংগ্রহ শুরু করে। স্প্যানিশ ডেটা নিরাপত্তা সংস্থার দেওয়া তথ্য অনুযায়ী গুগল প্রায় শ’খানেক সেবার মাধ্যমে ব্যক্তিগত তথ্য সংগ্রহ করেছে। কিন্ত যাদের তথ্য সংগ্রহ করেছে তাদের সম্মতি নেয়নি এবং তাদের ডেটা দিয়ে কী করা হচ্ছে সে ব্যাপারে উপযুক্ত কোনো ব্যাখ্যা দেয়নি।
এছাড়াও এক বিবৃতির মাধ্যমে সংস্থাটি জানিয়েছে, প্রাইভেসি পলিসি পেইজে গুগল ‘মাত্রাতিরিক্ত অস্পষ্ট’ ভাষা ব্যবহার করায় অনেক ব্যবহারকারীরই বুঝতে কষ্ট হয় যে তাদের ডেটগুলো নিয়ে কী করা হবে এবং প্রতিষ্ঠানটি দীর্ঘসময় ডেটা সংরক্ষণ করে। ফলে ব্যবহারকারীদের জন্য ডেটা মুছে দেওয়া বা পরিচালনা করার বিষয়টি বেশ কঠিন হয়ে যায়।
অন্যদিকে নভেম্বরের শেষদিকে অপর ইউরোপীয় রাষ্ট্র নেদারল্যান্ডস জানিয়েছে, গুগলের প্রাইভেসি পলিসি তাদের আইনও লংঘন করেছে। এমনকি ফ্রান্সও এই বিষয়টি নিয়ে প্রতিষ্ঠানটিকে জরিমানা করার ব্যাপারটি বিবেচনা করছে এমনটাই প্রতিবেদনে জানিয়েছে বিবিসি।

সোর্স: http://bangla.bdnews24.com     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.