আমাদের কথা খুঁজে নিন

   

বিক্রি হয়ে যাচ্ছে ব্ল্যাকবেরি

কানাডার মুঠোফোন নির্মাতাপ্রতিষ্ঠান ব্ল্যাকবেরি প্রাইভেট প্রতিষ্ঠান হিসেবে আত্মপ্রকাশ করতে পারে। গতকাল সোমবার ৪৭০ কোটি মার্কিন ডলারে ব্ল্যাকবেরিকে কিনে নেওয়ার প্রস্তাব দিয়েছে ফেয়ারফ্যাক্স ফাইন্যান্সিয়াল হোল্ডিংস লিমিটেড নামের একটি প্রতিষ্ঠান। এ প্রতিষ্ঠানটির প্রধান হচ্ছেন প্রেম ওয়াটসা নামের একজন ধনকুবের।

বার্তা সংস্থা রয়টার্সের এক খবরে বলা হয়েছে, ব্ল্যাকবেরিকে প্রাইভেট ফার্ম হিসেবে কিনে নেওয়ার প্রস্তাব দেওয়ায় বাজারে ধুঁকতে থাকা ব্ল্যাকবেরির জন্য সিদ্ধান্তে আসা সহজ হবে। বর্তমানে ব্ল্যাকবেরির সবচেয়ে বেশি শেয়ারের মালিক ফেয়ারফ্যাক্স।

অবশ্য ফেয়ারফ্যাক্সের প্রস্তাব নিয়ে ব্ল্যাকবেরি কর্তৃপক্ষ এখনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছায়নি।

বাজার বিশ্লেষকেরা বলছেন, একসময় বাজারের জনপ্রিয় স্মার্টফোন নির্মাতা ব্ল্যাকবেরি অ্যান্ড্রয়েড-নির্ভর স্মার্টফোন, আইফোন ও উইন্ডোজ ফোনের সঙ্গে বাজারে পেরে উঠছে না। দীর্ঘদিন ধরেই ব্ল্যাকবেরিকে লাভের ধারায় ফেরাতে চেষ্টা করছেন প্রতিষ্ঠানটির কর্মকর্তারা। রিম নাম থেকে ব্ল্যাকবেরি নাম দেওয়া, নতুন অপারেটিং সিস্টেমের উন্নয়ন এবং নতুন স্মার্টফোন বাজারে আনা সত্ত্বেও ব্ল্যাকবেরি ঘুরে দাঁড়াতে ব্যর্থ হয়েছে।

ব্ল্যাকবেরি কিনে নেওয়া প্রসঙ্গে প্রেম ওয়াটসা জানিয়েছেন, ‘আমরা ব্ল্যাকবেরির নতুন একটি প্রাইভেট অধ্যায় শুরু করতে চাই।

গ্রাহক, ব্ল্যাকবেরি মুঠোফোন বিক্রেতা ও ব্ল্যাকবেরির কর্মকর্তাদের নিয়ে নতুন অধ্যায় রচনা করা হবে। ’

ব্ল্যাকবেরির কর্মকর্তারা জানিয়েছেন, ব্ল্যাকবেরির পরিচালনা বোর্ড ফেয়ারফ্যাক্সের প্রস্তাবে ইতিবাচক সাড়া দিতে রাজি হয়েছে। সবকিছু ঠিকঠাক চললে ৪ নভেম্বর ব্ল্যাকবেরি বিক্রি হয়ে যেতে পারে। তবে, বিক্রির আগে অন্য কোনো সুযোগ আছে কি না, তা যাচাই করে দেখবে প্রতিষ্ঠানটি।

এদিকে, ব্ল্যাকবেরির জন্য ৪৭০ কোটি মার্কিন ডলারের প্রস্তাবকে ইতিবাচক হিসেবে দেখছেন বাজার বিশ্লেষকেরা।

তাঁদের মতে, ব্ল্যাকবেরি বর্তমানে যে অবস্থায় পৌঁছেছে, তাতে ব্ল্যাকবেরির জন্য এটাই সুবর্ণ সুযোগ হতে পারে।

যুক্তরাজ্যের গবেষকেরা মনে করছেন, ব্যক্তিগত মালিকানাধীন প্রতিষ্ঠান হিসেবে ব্ল্যাকবেরি আত্মপ্রকাশ করলেও এর ভবিষ্যত্ নিয়ে তারপরও সংশয় থেকে যাচ্ছে।

সোর্স: http://www.prothom-alo.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.