আমাদের কথা খুঁজে নিন

   

ট্রাকচালক নিহত হওয়ার প্রতিবাদে বগুড়ায় মহù

জামায়াতের হরতাল চলাকালে বগুড়ায় হরতাল সমর্থকদের পেট্রোল বোমা হামলায় ট্রাকচালক শামসুল আলম (৫৫) নিহত হওয়ার প্রতিবাদে গতকাল সড়ক-মহাসড়ক অবরোধ করে বগুড়া জেলা মোটর শ্রমিক ইউনিয়ন। বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত বগুড়া শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল, বনানী, বেতগাড়ি এবং মাটিডালি এলাকায় অবরোধ শেষে প্রতিবাদ সমাবেশ হয়।

শহরের বনানী মোড়ে সমাবেশে সভাপতিত্ব করেন জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি আলহাজ আবদুল লতিফ মণ্ডল। বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক শেখ ছামছুদ্দীন হেলাল, জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি আবদুল মান্নান, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রমুখ।

বক্তারা বলেন, কথায় কথায় হরতাল আহ্বান করে আমাদের পরিবহন শ্রমিকদের উপর জামায়াত-শিবিরকর্মীরা হামলা চালিয়ে যানবাহন ভাঙচুর, অগি্নসংযোগ করে পুড়িয়ে দিচ্ছে এবং চালককে হত্যা করছে। বক্তারা চালকদের হত্যার বিচার না হলে কঠোর আন্দোলনের ডাক দেওয়ার হুমকি দেয়।

প্রসঙ্গত, মানবতাবিরোধী অপরাধে জামায়াত নেতা কাদের মোল্লার ফাঁসির রায় ঘোষণার প্রতিবাদে জামায়াতের ডাকা ৪৮ ঘণ্টা হরতালের প্রথম দিনে ১৮ সেপ্টেম্বর রাতে বগুড়ার নয় মাইল এলাকায় হরতাল সমর্থনকারীরা শামসুলের ট্রাকে পেট্রোল বোমা নিক্ষেপ করে। এতে ট্রাকচালক শামসুল আলমের শরীর দগ্ধ হয়। ঢাকার মেডিকেল কলেজ হাসপাতালে ৪ দিন চিকিৎসাধীন থাকার পর ২২ সেপ্টেম্বর তিনি মারা যান।

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.