আমাদের কথা খুঁজে নিন

   

হিলিতে আমদানি রপ্তানি বন্ধ

দিনাজপুরের হিলি স্থলবন্দর থেকে বৈধ কাগজপত্র থাকার পরও মোটরসাইকেলের খুচরা যন্ত্রাংশ আটকের প্রতিবাদে স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ করে দিয়েছে ব্যবসায়ীরা। ব্যবসায়ীরা জানান, আমদানির বৈধ কাগজপত্র দেখানোর পরও গাড়িসহ নয়জন আমদানিকারকের বিরুদ্ধে হিলি কাস্টমসে ১০টি পৃথক মামলা দায়ের করেছে বিজিবি।

আমদানিকৃত ওইসব মালামাল ছেড়ে না দেওয়ার প্রতিবাদে গতকাল দুপুর আড়াইটা থেকে হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানি ব্যবসায়ীরা বন্ধ করে দিয়েছে।

স্থানীয় কাঁচামাল আমদানিকারক গ্রুপের আহ্বায়ক হারুনুর রশীদ জানান, বিষয়টি নিয়ে ট্রাক-মালিক গ্রুপ, শ্রমিক সংগঠনসহ আমদানি-রপ্তানি সংশ্লিষ্ট সবাই গতকাল বিকালে এক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে দুপুর আড়াইটা থেকেই এ আমদানি-রপ্তানি বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.