আমাদের কথা খুঁজে নিন

   

তিন স্থানে সড়ক দুর্ঘটনায় নিহত ৩, আহত ১৫

কুমিল্লার দাউদকান্দি, গাইবান্ধার সাঘাটা ও ফরিদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত হয়েছেন। এছাড়া ঝিনাইদহ ও দিনাজপুরে পৃথক দুর্ঘটনায় ১৫ জন আহত হন। প্রতিনিধিদের পাঠানো খবর-

কুমিল্লা : চৌদ্দগ্রামে আমানগণ্ডা এলাকায় গতকাল সকালে পিকাপ ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে হাইওয়ে পুলিশের এক সদস্য নিহত হয়েছেন। নিহতের নাম কামরুজ্জামান। গাইবান্ধা : সাঘাটা উপজেলার উত্তম বাজার এলাকায় গতকাল দুপুরে রাস্তা পার হওয়ার সময় মোটরসাইকেলের ধাক্কায় তারা মিয়া নামের এক পথচারির মৃত্যু হয়। তার বাড়ি উপজেলার পদুম এলাকায়। ফরিদপুর : ঢাকা-খুলনা মহাসড়কের কানাইপুর এলাকায় গতকাল মটর সাইকেলের ধাক্কায় বাচ্চু মোল্লা নামে এক বাই সাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। তার বাড়ি সালথা উপজেলার নারানদিয়া গ্রামে। ঝিনাইদহ : ঝিনাইদহ ক্যাডেট কলেজের পাশে গতকাল দুপুরে ট্রাক-মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে ১০ জন আহত হয়েছেন। আহতদের ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। দিনাজপুর : দিনাজপুর-ঠাকুরগাঁও মহাসড়কের নয়নপুর এলাকায় গতকাল বাসের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশা চালকসহ ৫ যাত্রী আহত হয়েছেন।

তাদের দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.