আমাদের কথা খুঁজে নিন

   

রাসায়নিক অস্ত্র কনভেনশনের সাধারণ সভা অনুø

বাংলাদেশ ন্যাশনাল অথরিটি ফর কেমিক্যাল উইপনস কনভেনশনের (বিএনএসিডবি্লউসি) নবম সাধারণ সভা গতকাল ঢাকা সেনানিবাসস্থ সশস্ত্র বাহিনী বিভাগের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বিএনএসিডবি্লউসির চেয়ারম্যান ও সশস্ত্রবাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লে. জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হক। রাসায়নিক অস্ত্র কনভেনশনের সদস্য হিসেবে বিভিন্ন মন্ত্রণালয়ের কর্মকর্তা এবং তিন বাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন। সভায় রাসায়নিক অস্ত্র কনভেনশনের সদস্য রাষ্ট্র হিসেবে বাংলাদেশের বাধ্যবাধকতা ও করণীয় নিয়ে আলোচনা হয়। এ ছাড়া জাতীয় ডাটাবেজ প্রণয়ন, রাসায়নিক কারখানাসমূহের জাতীয় কর্তৃপক্ষের তালিকাভুক্তিসহ বাংলাদেশের অর্জন এবং ভবিষ্যৎ কর্মকাণ্ড সম্পর্কে আলোচনা হয়। আইএসপিআর।

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.