আমাদের কথা খুঁজে নিন

   

ইউক্রেনে অন্তর্বর্তী সরকার গঠন নতুন প্রধù

ইউক্রেনের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী হিসেবে আরসেনি ইয়াতসেনিয়ুককে নির্বাচিত করা হয়েছে। প্রেসিডেন্ট ভিক্টর ইয়ানুকোভিচকে উৎখাত আন্দোলনের নেতারা কিয়েভের ইনডিপেনডেন্স স্কয়ারে সমবেত জনতার সামনে তাকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানমন্ত্রী হিসেবে পরিচয় করিয়ে দেন। এদিকে পলাতক প্রেসিডেন্ট ইয়ানুকোভিচ মস্কো রয়েছেন বলে এক প্রতিবেদনে জানানো হয়েছে।

২৫ মের আগাম প্রেসিডেন্ট নির্বাচন পর্যন্ত ফাদারল্যান্ড পার্টির নেতা, পার্লামেন্টের সাবেক স্পিকার ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী ৩৯ বছর বয়সী আরসেনি ইয়াতসেনিয়ুককে মন্ত্রিসভার নেতৃত্ব দেওয়ার প্রস্তাব দেওয়া হয়। অবশ্য ইউক্রেনে নয়া অন্তর্বর্তী সরকারের মন্ত্রিসভা গঠনে পার্লামেন্টে এমপিদের ভোটাভুটি হওয়ার কথা রয়েছে। ইয়াতসেনিয়ুক বলেন, নতুন সরকারের সদস্যরা 'দেশ রক্ষা করবেন'। তবে কঠিন পরিস্থিতির কারণে তারা সম্পূর্ণ 'রাজনৈতিক আত্দহত্যা' করতে যাচ্ছেন। এদিকে, ইউক্রেনের বিধ্বস্ত অর্থনীতি মোকাবিলায় ১ বিলিয়ন মার্কিন ডলার ঋণ সহায়তার প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র।

এদিকে ইউক্রেনে রুশ অধ্যুষিত ক্রিমিয়ার উপদ্বীপের সিমফারোপোলে সশস্ত্র ব্যক্তিরা আঞ্চলিক সরকারের সদর দফতর এবং পার্লামেন্ট দখল করার পর নিরাপত্তা বাহিনী দুটো সরকারি ভবন অবরুদ্ধ করে রেখেছে। ভবনগুলোয় ওড়ানো হয়েছে রাশিয়ার পতাকা। বুধবার রাশিয়াপন্থি বিচ্ছিন্নতাবাদী এবং ইউক্রেনের নতুন নেতাদের সমর্থকরা শহরটিতে একে-অন্যের সঙ্গে সংঘাতে জড়িয়ে পড়ে। আঞ্চলিক রাজধানী সিমফারোপোলের সরকারি ভবনগুলো কারা দখল করেছিল তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। কোনো দখলকারী দাবিও জানায়নি। তবে প্রত্যক্ষদর্শীরা বলেছে, তারা রুশ ভাষায় কথা বলছিল এবং তাদের জাতিগত রুশ বিচ্ছিন্নতাবাদী বলেই মনে হয়েছে। এক প্রত্যক্ষদর্শীর উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা জানিয়েছে, ভবনের ভেতরে প্রায় ৬০ জন ছিল এবং তাদের কাছে অনেক অস্ত্রশস্ত্রও ছিল। কিন্তু গতকাল সকালের দিকে ভবন দখলের সময় কেউ আহত হয়নি। অন্যদিকে ইউক্রেনে রুশপন্থি সরকারের পতনের পর বিরোধীদের ক্ষমতা দখলে অনেকটা অস্বস্তিতে রয়েছে রাশিয়া। এরই মধ্যে নিজ সামরিক বাহিনীকে যুদ্ধের মহড়া চালানোর নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রাশিয়ার এমন পদক্ষেপ ইউক্রেনের দ্বিখণ্ডিত হওয়ার আশঙ্কাকে বাড়িয়ে দিয়েছে। ইউক্রেন, বেলারুশ, বাল্টিক রাষ্ট্র, ফিনল্যান্ড ও আর্কটিক সীমান্তবর্তী রাশিয়ার পশ্চিমাঞ্চলীয় ঘাঁটিস্থ সামরিক সেনা, নৌ ও বিমান বাহিনীর প্রতি এ নির্দেশ দেওয়া হয়েছে। বিবিসি, এএফপি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.