আমাদের কথা খুঁজে নিন

   

নারীর সমঅধিকার এবং ন্যায্য অধিকার

সবাই সাথে অস্ত্র বা সবাই সেনাবাহিনীতে চাকরির অধিকার রাখে না । আগে তাকে যোগ্যতা অর্জন করতে হয় । এখন সবাই যদি বিক্ষোভ-আন্দোলন করে, আমাদেরও তো হাত-পা আছে, শরীরে রক্ত আছে তাহলে আমরা কেন পারব না সৈনিক হতে? এমনি একটি আন্দোলন নারীর সমঅধিকার আন্দোলন । প্রকৃতিগতভাবেই নারী পুরুষের চেয়ে অনেক দুর্বল । এই কারন দেখিয়ে অনেক বাড়তি অধিকারও পায় তারা । যেমনঃ- ১. রিমান্ডে নিয়ে মারা হয় না ( কারন পুরুষের মারের ৪ ভাগের ১ ভাগ যদি একজন সাধারন নারীকে দেওয়া হয় তিনি ঘটনাস্থলেই অক্কা পাবেন ) ২. মাতৃত্বকালীন ছুটি ছয়মাস ভোগ করতে দেওয়া হয় ( পুরুষকে তো সন্তান জন্ম দিতে ছুটি দিতে হয় না নারীকে কেন দিতে হয়? নারীরা গর্ভধারন করে বলে পুরুষরা কেন তার ভার বহন করবে? ) ৩. ধর্ষন নামক বস্তুটি থেকে তার কেন নিজেকে রক্ষা করতে পারে না? যখন ১০ সাধারন নারী ১ জন পুরুষকে ধর্ষন করতে পারে না, তাহলে ১ জন পুরুষ কীভাবে এত নারী ধর্ষন করে? ) ৪. একজন নারীর কতরকম নিরাপত্তা দিতে হয়? ৫. তাদের সরকারী চাকুরীর জন্য ১০% কোটা রাখা হয় কেন? নিজেদের যোগ্যতা প্রমান করতে পারে না? ৬. একজন পুরুষ যদি বিয়ের আগে কোনো খারাপ কাজ করে তাহলে তাকে নিয়ে কী কারো মাথা ঘামাতে হয়? একজন নারীর সতীত্ব নষ্ট হলে তাকে নিয়ে তার সমাজ পরিবার, কতটা কষ্ট করে? একটা নারী যেহেতু প্রকৃতিগত ভাবে দুর্বলবলে এসব বিশেষ অধিকার ভোগ করতে পারে তাহলে তার সতীত্ব রক্ষার্থে তার পোষাক কেন ভাল পরবে না ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।