আমাদের কথা খুঁজে নিন

   

আফ্রিদির ডাকে সাড়া নেই

স্থানীয় পত্রিকা দি নেশনের প্রতিবেদন অনুযায়ী বিব্রতকর এই ঘটনাটি ঘটেছে রোববার বিকেলে করাচি জাতীয় স্টেডিয়ামে। অটোগ্রাফ দিতে নিজে থেকেই ভক্তদের আমন্ত্রণ জানিয়েছিলেন আফ্রিদি। ভুলেও বুঝি ভাবতে পারেননি, তাকে এ রকম লজ্জায় পড়তে হবে। ভক্তের দল তো দুরের কথা, ঝাড়া ১০ মিনিট অপেক্ষা করেও অটোগ্রাফ দেয়ার মতো কাউকে খুঁজে পেলেন না।
পরে লজ্জায় লাল হয়ে স্থান ত্যাগ করেন ৩৩ বছর বয়সী আফ্রিদি।

বিব্রতকর এই পরিস্থিতির প্রেক্ষাপটে একটা কারণ খোঁজারও চেস্টা করেন তিনি। বলেন, নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির কারণেই মানুষের উপস্থিতি এত কম।
অনেকে অবশ্য সাম্প্রতিক সময়ে আফ্রিদির খারাপ পারফরম্যান্সকেই এর কারণ ভাবছেন।
কিছুদিন আগে আবারো জাতীয় দলের অধিনায়ক হওয়ার খায়েশের কথা জানিয়ে খবরের শিরোনাম হয়েছিলেন আফ্রিদি। এদিন গণমাধ্যম কর্মীদের সঙ্গে আলাপকালেও তাই বললেন।


“দলকে নেতৃত্ব দিতে আমি প্রস্তুত। নেতৃত্বের ব্যাপারে প্রত্যেক অধিনায়কেরই নিজস্ব একটা পন্থা আছে। প্রকৃতিগত ভাবেই আমি আক্রমণাত্মক তাই এটাকেই আমি খেলায় প্রয়োগ করি। মিসবাহ (পাকিস্তানের বর্তমান টেস্ট ও ওয়ানডে অধিনায়ক) ঠান্ডা প্রকৃতির মানুষ। নিজের মতো করেই সে পরিস্থিতির মোকাবেলা করে।


সোর্স: http://bangla.bdnews24.com     দেখা হয়েছে বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.