আমাদের কথা খুঁজে নিন

   

ছাগুরা নৃত্য করো!! আফ্রিদির রেকর্ড ভাঙ্গে নাই!!

যখন পেয়েছি পথের দেখা তখন আবার দিকভ্রান্ত হয়ে হারিয়েছি পথ.........






গত কয়েকদিন আফ্রিদির রেকর্ড ভেঙ্গে ক্রিকেট বিশ্বে হইচই
ফেলে দিয়েছে কোরে অ্যান্ডারসন। কিন্তু এখন
বেড়িয়ে এসেছে নতুন চমক। কিন্তু আইসিসি বলছে বহাল তবিয়তেই
আছে আফ্রিদির রেকর্ডটা! পাকিস্তানী অলরাউন্ডার শহিদ আফ্রিদির ১৭ বছর আগে করা ৩৭
বলের দ্রুততম সেঞ্চুরির রেকর্ডটি এখনো থাকছে রেকর্ড
বইয়ের পাতায়। ১৯৯৬ সালের ৪ অক্টোবর শ্রীলংকার
বিপক্ষে এ রেকর্ড গড়েছিলেন আফ্রিদি। আসিসির নতুন নিয়ম অনুযায়ী, ওয়ানডে ম্যাচ
হতে হলে দুটি দলকে কমপক্ষে ২৫ ওভার করে খেলতে হবে।

কিন্তু
১ জানুয়ারির নিউজিল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার
ম্যাচটি ছিল ২১ ওভারের। বৃষ্টির জন্য ওভার
কমিয়ে দেয়া হয়েছিলো ম্যাচটিতে। ম্যাচটির
ওয়ানডে মর্যাদা পাওয়া নিয়েই রয়েছে যথেষ্ট সন্দেহ। ১ জানুয়ারি বছরের প্রথম দিন, ঘুম থেকে উঠে শহিদ
আফ্রিদি মনটা মনে হয় কিছুটা খারাপ হয়েই গিয়েছিলো। কারণ
রেকর্ডটা যে হাতছাড়া হয়ে গেল তার।

মিডিয়ার
কল্যানে তিনি জানতে পারেন তার রেকর্ডটি অ্যান্ডরসনের দখলে। মজার বিষয় হলো, আফ্রিদি নাকি নামই
শোনেননি কোরে অ্যান্ডারসনের। তাইতো নাম
শুনে কিছুটা হতবাক অফ্রিদি, কোরি এন্ডারসন আবার কে?
বছরের প্রথম দিন এন্ডারসনই আফ্রিদির ভক্তদের
মুখে যে অবসাদের ছায়া ফেলেছিলেন, কিন্তু দুই দিন না যেতেই
অফ্রিদির ভক্তদের আশার বাণী শোনালেন বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। আইসিসির নতুন করা এ নিয়ম যদি সত্যি হয়ে থাকে,
তাহলে আফ্রিদির আকাশে কালো মেঘের পরে সত্যি জ্বল জ্বল
করছে রেকর্ডের লাল সূর্য।


ফেবু থেকে চুরা!!
 


সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.