আমাদের কথা খুঁজে নিন

   

সূচকের ওঠানায় চলছে লেনদেন

সূচকের ওঠানায় সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার চলছে দেশের উভয় শেয়ারবাজারের লেনদেন। ডিএসই ও সিএসইতে অধিকাংশ শেয়াররের দর বাড়ছে।

ডিএসইতে সকাল সাড়ে ১১টায় ব্রড ইনডেক্স ৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪ হাজার ৩৬ পয়েন্টে।

আর ডিএস ৩০ সূচক ২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৪৭৪ পয়েন্টে।

এ সময় মোট ২১৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে।

এর মধ্যে দর বেড়েছে ১২১টি, কমেছে ৬৮টি আর অপরিবর্তিত রয়েছে ২৯টি কোম্পানির শেয়ারের। টাকার পরিমাণে মোট লেনদেন হয়েছে ২৭ কোটি টাকার।

একই সময়ে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসসিএক্স সূচক ১৫ পয়েন্ট কমে অবস্থান করছে ৭ হাজার ৮৮৭ পয়েন্টে। এ সময় মোট ৮৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৩৮টির, কমেছে ৪১টির আর অপরিবর্তিত রয়েছে ৮টি কোম্পানির শেয়ারের।

টাকার পরিমাণে মোট লেনদেন হয়েছে ৩৬ লাখ ৫০ হাজার টাকা।

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.