আমাদের কথা খুঁজে নিন

   

টুকি টাকি লেখা ০০

সত্য ও সুন্দরের পথের অভিযাত্রী আমি, কিছুতেই যেন এ যাত্রা শেষ না হয়...

জীবনটা বড় অদ্ভুত। তুমি জাননা কি হবে পরবর্তী দিনটিতে, তবুও তুমি অপেক্ষা করো সেইদিনের। তুমি মনে করো একটি করে অনাগত দিন আসা মানে সফলতার দোর গোঁড়ায় একটুখানি কদম রাখা। অথচ তুমি ভুলে যাও তোমার জীবন থেকে একটি দিন হারিয়ে গেল। তুমি আরও একধাপ এগিয়ে গেলে মৃত্যুর কাছে।

তুমি শুধুই ছুটে চল অজানা, অধরা মরীচিকার পিছনে। আর তোমার চলার পথে যোগ হতে থাকে একের পর এক লাগামহীন চাহিদা, যা ক্রমান্বয়ে কেবল বাড়ে বৈকি কমে না। কিন্তু তুমি একটা দ্বিমুখী রুপ দেখাও এক্ষেত্রে, কখনও বল এই প্রয়োজনটা কিংবা এই চাহিদাটা পূর্ণ হলে আর কিছু চাইবার নাই, আবার পরক্ষনেই তোমার নিত্য নতুন চাহিদার উদ্ভব হয়। যেন জীবনটা শুধুই কিছু পাওয়ার জন্য। যেন কিছুই নেই জীবনকে দেবার মত।

তোমার জীবনে একফোঁটা সুখের ছোঁয়া লাগতে না লাগতেই তোমার নিকট অতীতে ঘটে যাওয়া দুঃখগুলোর কথা ভুলে যাও, পদদলিত করো দুঃখের সেই দিনগুলোকে। সুখের মাঝে এতটাই ডুবে যাও আর হুশ থাকে না সামনের পথটা সতর্ক ভাবে চলার। কোন শিক্ষাই তুমি নাওনা সেই দুঃখগুলো থেকে। আচ্ছা! তোমার জীবনটা কি শুধুই অনাগত দিনগুলির জন্য অপেক্ষা করা? শুধুই চাহিদার পাহাড় গড়ে নিজেকে সেই পাহাড়ের নিচে দাবিয়ে রাখা? শুধুই কি সুখের সন্ধানে নিজের জীবনকে বিলিয়ে দেয়া? এতকিছুর পরে যখন দিন শেষে বাড়ি ফের, তুমি খুব সূক্ষ্মভাবে জীবনের হিসেব মেলাতে বস, তুমি একটি একটি করে গুনতে থাকো জীবন থেকে পাওয়া অর্জনগুলো। অথচ কিছুতেই তুমি জীবনের প্রাপ্তিগুলোর হিসেব মেলাতে পারনা।

শেষ পর্যন্ত সেই শূন্যই থেকে যায় হিসেবের খাতা, যেন অনাগত দিনের জন্য প্রতীক্ষা, যেন জীবনে পাওয়া সুখগুলো, যেন লাগামহীন চাহিদাগুলোর পূর্ণতাও তোমাকে প্রাপ্তি এনে দেয়নি। তুমি শুধু পেতেই চেয়েছ জীবনের কাছ থেকে, কিন্তু জীবনকে কোনকিছুই দেয়া হয়নি তোমার। জীবন থেকে সব কিছু আদায় করেছ একজন লুটেরার মত, কিন্তু একজন দাতা হয়ে দিতে পারনি কিছুই। তোমার হস্তদ্বয় মুক্ত হয়নি কখনও কিছু দেয়ার জন্য। কি নিষ্ঠুর তুমি! আর আজ প্রাপ্তির হিসেব কষছ।

জীবনের শেষ পরিক্রমায় এসে আজ তুমি নিঃস্ব, তুমি শুন্য, তোমার কোন বিলাসিতাবহুল চাহিদা নাই, নাই কোন সুখের আকাঙ্ক্ষা, তোমার কাছে দুঃখ গুলো আজ মলিন, আর জীবন! সেতো ধূসর মনে হয়। এখন শুধুই প্রতীক্ষা... প্রতীক্ষা, কবে মুক্তি পাবে, কবে জীবনের অবসান হবে। হায়রে জীবন... জীবন শুধুই বিলাসিতার জন্য না, শুধুই সফলতা নামক মরীচিকার পিছনে ছুটে চলা না। জীবনে বেঁচে থাকতে খুব বেশি কিছুর দরকার হয় না। আপনি জীবনে কি পেলেন তার হিসাব না করে, অন্যের জন্য কি করলেন তা দেখুন।

অন্যের জন্য কিছু করার মাঝে যে আনন্দ নিহিত আছে তা কোথাও পাবেন না। কারো জন্য কিছু করার পর তার বিনিময়ে সেই মানুষটির কাছ থেকে যে হাসি উপহার পাবেন তার মাঝে নাই কোন কৃত্রিমতা, নাই কোন ভনিতা বা কৃপণতা। আসুন না সবাই চেষ্টা করি আমাদের চারপাশের মানুষগুলোকে হাসি খুশি রাখতে। আমাদের সবার সহযোগিতাই পারে মানুষের দুঃখ দূর করে একটা সুন্দর সমাজ গড়তে।


সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।