আমাদের কথা খুঁজে নিন

   

টুকি-টাকি দুঃখ

"আমার কাছে ভালোবাসা অমাবস্যার ঘোর অন্ধকারে শ্মশানে এক চিলতে আলোর চেয়েও বেশি নিরাপদ।"

সাগরের বুকে আলেয়া মেঘের খেলা এইসব টুকি-টাকি দুঃখ নিয়ে বেদনার রঙে আকাশ হয়েছে নীল। আকাশের মত করে ভেবে দেখ তুমিও ঠিক কষ্ট পাবে। ভালোবাসার বিনিময়ে শ্বেত বৃষ্টিরা আমাকে করেছে অপমান অবিরাম রোদের ক্ষরতাপে পুড়েছে হৃদয়। অনুভূতি দিয়ে ভেবে দেখ তুমিও ঠিক কষ্ট পাবে। তবু নাবিকের মত সন্ধানী চোখ মেলে খুঁজে ফিরি হারিয়ে যাওয়া দ্বীপ উদাসীন মনে একা একা-চুপি চুপি। ভেবে দেখ তুমিও ঠিক কষ্ট পাবে শুভ্র অশ্রু সব অভিমান ভাঙিয়ে দেবে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।