আমাদের কথা খুঁজে নিন

   

মুম্বাইকে হারালেন ধাওয়ান

৫৫ বলে অপরাজিত ৭৩ রান। ইনিংসের শুরু থেকে শেষ পর্যন্ত খেলে একাই মুম্বাই ইন্ডিয়ানসকে হারিয়ে দিলেন শেখর ধাওয়ান।
আইপিএলে আজকের প্রথম ম্যাচে ধাওয়ানের ব্যাটে চড়ে সানরাইজারস হায়দরাবাদ জিতেছে সাত উইকেটে। এ ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করে ৪ উইকেটে ১২৯ রান তোলে মুম্বাই। জবাবে মাত্র তিনটি উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে হায়দরাবাদ।


জয় পেতে হায়দরাবাদের প্রয়োজন ছিল ১৩০ রান। টি-টোয়েন্টির হিসাবে লক্ষ্যটা যে যথেষ্টই সহজ, বলার অপেক্ষা রাখে না। হায়দরাবাদের শুরুটা অবশ্য হয়েছিল ধীরগতির। তবে ধাওয়ানের দুর্দান্ত ব্যাটিংয়ে ইনিংসের দুই ওভার বাকি থাকতে জয়ের দেখা পায় হায়দরাবাদ। উদ্বোধনী ব্যাটসম্যান ধাওয়ান অপরাজিত থাকেন ৭৩ রানে।

হানুমা বিহারি করেন ২৫ রান। অধিনায়ক কুমার সাঙ্গাকারার সংগ্রহ ২১। মুম্বাইয়ের হয়ে মিচেল জনসন, ধাওয়াল কুলকার্নি ও হরভজন সিং প্রত্যেকে একটি করে উইকেট শিকার করেন।
প্রথমে ব্যাট করা মুম্বাইয়ের হয়ে সর্বোচ্চ ৩৮ রান করেন উদ্বোধনী ব্যাটসম্যান ডুয়াইন স্মিথ। অধিনায়ক রোহিত শর্মার সংগ্রহ ২২।

আমবাতি রাইডু ৩৪ ও কাইরন পোলার্ড ১৪ রান নিয়ে অপরাজিত থাকেন। হায়দরাবাদের হয়ে দুটি করে উইকেট শিকার করেন ইশান্ত শর্মা ও অমিত মিশ্র।
আজকের জয়ের সুবাদে ১০ ম্যাচে হায়দরাবাদের অর্জন ১২ পয়েন্ট। পয়েন্ট তালিকায় অবস্থান পঞ্চম। সমানসংখ্যক ম্যাচে ১২ পয়েন্ট মুম্বাইয়েরও।

তবে নেট রানরেটে হায়দরাবাদের চেয়ে এক ধাপ ওপরে মুম্বাই। ১০ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে তালিকায় সবার ওপরে চেন্নাই সুপার কিংস। সূত্র: ক্রিকইনফো। ।

সোর্স: http://www.prothom-alo.com     দেখা হয়েছে ১০ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.