আমাদের কথা খুঁজে নিন

   

পোশাক শ্রমিকদের মজুরির ৬৫৬০ টাকা প্রস্তাব সিপিডির

তৈরি পোশাক খাতে ন্যূনতম মজুরি নির্ধারণ নিয়ে শ্রমিক ও মালিক পক্ষের মুখোমুখি অবস্থানের মধ্যে সর্বনিম্ন মজুরি ৬ হাজার ৫৬০ টাকা করার প্রস্তাব করেছে সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)।

পোশাক শ্রমিক সংগঠনগুলো দীর্ঘদিন ধরে ন্যূনতম মজুরি ৮ হাজার টাকা করার দাবি জানিয়ে এলেও মালিকদের সংগঠন বিজিএমইএ ৩ হাজার ৬০০ টাকা নির্ধারণের প্রস্তাব দিয়েছে।

সিপিডির গোলটেবিলে মূল প্রবন্ধে প্রতিষ্ঠানের অতিরিক্ত গবেষণা পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেম বলেন, দারিদ্র্যসীমাকে ভিত্তি ধরা হলে এ মুহূর্তে একজন শ্রমিকের ন্যূনতম মজুরি হওয়া উচিত ৬ হাজার ৫৬০ টাকা। আর একজন শ্রমিকের জীবন-যাপনের সর্বনিম্ন ব্যয় বিবেচনায় নিলে মজুরি হওয়া উচিত ৮ হাজার ২০০ টাকা।

তবে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠানটির মতে, বর্তমানে জীবন-যাপনের সর্বনিম্ন ব্যয় বিবেচনায় শ্রমিকের মজুরি ৮ হাজার ২০০ টাকা এবং ছেলেমেয়েসহ শ্রমিকের ন্যূনতম পুষ্টিকর খাবারের বিবেচনায় তা ১৭ হাজার ৮০০ টাকা হওয়া উচিত। সর্বশেষ ২০১০ সালে পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি দেড় হাজার টাকা থেকে বাড়িয়ে ৩ হাজার টাকা করা হয়।

এর পর গত মে মাসে পোশাক শ্রমিকদের বেতন-ভাতা বাড়াতে মজুরি বোর্ড গঠন করে সরকার। মালিক ও শ্রমিক প্রতিনিধি নিয়ে কয়েকটি বৈঠক করেও ন্যূনতম মজুরির বিষয়ে কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি বোর্ড।

গোলটেবিলে অংশ নেন শ্রম মন্ত্রণালয়সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ইসরাফিল আলম, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজের নির্বাহী পরিচালক নজরুল ইসলাম খান এবং সিপিডি নির্বাহী পরিচালক মোস্তাফিজুর রহমান প্রমুখ।

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.