আমাদের কথা খুঁজে নিন

   

আশংকাজনক হারে বেড়ে যাচ্ছে ব্যাটারী চালিত রিক্সা। এখনই থামাতে হবে।

ব্যান হবো না তো!

ইদানিং রাস্তায় বের হলেই একটি ব্যাপার আমার মনে ভয়ের সঞ্চার করে। সেটা হলো ব্যাটারী চালিত রিক্সা। সাধারন রিক্সার সাথেই ব্যাটারী আর মোটর জুড়ে দিয়ে বানানো হয় এই রিক্সা। দ্রুতগতি সম্পন্ন এই সব রিক্সায় নেই কোন বাড়তি নিরাপত্তার ব্যবস্থা। এমনকি এর ব্রেকটাও সাধারন রিক্সার ।

এই রিক্সার গতি নিয়ন্ত্রনের কোন বিশেষ ব্যাবস্থা না থাকায় যে কোন মুহুর্তে ঘটতে পারে দুর্ঘটনা। চীন থেকে আমদানী করা অটো রিক্সা ঢাকায় চলাচল করতে দেয়া হয়নি এর নিরাপত্তার দিক বিবেচনা করে। কিন্তু ব্যাটারী চালিত রিক্সা তার চেয়েও অনেক বিপজ্জনক হতে পারে। এই ব্যাপারটি দেখার কেউ কি নেই? যে হারে বাড়ছে এর সংখ্যা তাতে ভবিষ্যতে ঢাকার রাস্তাঘাট হয়ে উঠবে ভয়াবহ বপজ্জনক। রাস্তায় বের হতে হবে হাতে প্রাণ নিয়ে।

তাই এখনই প্রতিহত করতে হবে এই বিপজ্জনক বাহনটি। ট্রাফিক পুলিশকেই এর দায়িত্ব নিতে হবে ঢাকা শহর আরও বিপজ্জনক হয়ে ওঠার আগেই।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.