আমাদের কথা খুঁজে নিন

   

দ্রুত পরমাণু চুক্তি চান রুহানি

দ্য ওয়াশিংটন পোস্টকে তিনি বলেন, আমার মতে বিষয়টি নিয়ে সমাধানে পৌঁছানোই হবে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের সম্পর্ক সহজ করার ‘প্রথম পদক্ষেপ’। পরমাণু বিষয় নিয়ে আলোচনার জন্য ইরানের সর্বোচ্চ নেতা আয়াতু্ল্লাহ খামেনি তাকে পূর্ণ ক্ষমতা দিয়েছেন বলেও জানান রুহানি। বৃহস্পতিবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী পাঁচ সদস্য এবং জার্মানির সঙ্গে তেহরানের ইউরেনিয়াম মজুদ বৃদ্ধি প্রকল্প নিয়ে ইরান আলোচনায় বসবে বলে বিবিসি জানিয়েছে । নিউ ইয়র্কে ওই আলোচনায় ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাভেদ জাফরি, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরিসহ অন্য পাঁচটি দেশের কূটনীতিকরা অংশ নেবেন। মঙ্গলবার জাতিসংঘের সাধারণ অধিবেশনে রুহানি বলেছিলেন, পরমাণু বিষয়টি নিয়ে ‘সময় নির্দিষ্ট করা’ এবং ফলপ্রসু’ আলোচনার জন্য তিনি প্রস্তুত।

২০০৬ সাল থেকে জাতিসংঘের স্থায়ী পাঁচ সদস্য ও জার্মানির সঙ্গে ইরান তাদের পরমাণু প্রকল্প নিয়ে আলোচনা চালিয়ে আসছে। পশ্চিমা বিশ্বের ধারণা পরমাণু অস্ত্র তৈরির চেষ্টা করছে ইরান। এ কারণে দেশটিকে জাতিসংঘ ও পশ্চিমা বিশ্বের বিভিন্ন নিষেধাজ্ঞার মুখোমুখি হতে হয়েছে। যা তাদের অর্থনীতিতে বিরূপ প্রভাব ফেলেছে। যদিও এ অভিযোগ সম্পূর্ণভাবে অস্বীকার করেছে ইরান।

পরমাণু বিষয়টি সমাধানে নির্দিষ্ট সময়ের ব্যাপারে প্রশ্ন করা হলে রুহানি বলেন, “যত কম সময় নেয়া হবে সেটা সকলের জন্য ভালো হবে। যদি এটা তিন মাসের মধ্যে হয় তবে তা ইরানের জন্য ভালো হয়। যদি ছয় মাস নেয়া হয় সেটাও ভালোই হবে। এটা মাসের ব্যাপার বছরের নয়। “ গত কয়েক বছর ধরে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে বৈরীভাব বিদ্যমান।

তারপরও প্রেসিডেন্ট রুহানি মনে করেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা ও তিনি যদি একসঙ্গে আলোচনা করেন তবে তারা ভবিষ্যতের দিকেই দেখবেন। “আমাদের মধ্যে যে সমস্ত চিরকূট এবং চিঠি বিনিময় হয়েছে তা সম্পর্ক সহজ হওয়ার ইঙ্গিতই দিয়েছে। এবং এটা অব্যাহত থাকবে। আমাদের শুরুর পদক্ষেপটি প্রয়োজন। যেটা হতে পারে পরমাণু বিষয়টির সমাধান।

“ “পরমাণু বিষয়টির সমাধান হয়ে গেলে অন্যান্য বিষয়গুলো নিয়ে এগিয়ে যেতে আর কোনো সমস্যাই হবে না। এরপর সবকিছুই সম্ভব হবে। “ ইরানের নতুন প্রেসিডেন্টের এই আধুনিক মনোভাবকে স্বাগত জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা। তিনি বলেন, যুক্তরাষ্ট্রও শান্তিপূর্ণ উপায়ে পরমাণু বিষয়ে একটি সমাধানে আসতে চায়। তবে ইরানকে অবশ্যই তাদের পরমাণু অস্ত্র তৈরির পরিকল্পনা বাদ দিতে হবে।


সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.