আমাদের কথা খুঁজে নিন

   

বাঁকা ডিসপ্লের স্মার্টফোন বাজারে আনছে স্যামসাং

এবার বাঁকানো ডিসপ্লের স্মার্টফোন বাজারে আনার ঘোষণা দিয়েছে স্মার্টফোনের জগতে আলোড়ন সৃষ্টি করতে চলছে স্যামসাং। দক্ষিন কোরিয় প্রতিষ্ঠানটি এই ঘোষণা দিয়েছে। বুধবার এ তথ্য জানানো হয়।

স্যামসাংয়ের প্রধান মোবাইল বিপনন কর্মকর্তা ডিজে লি, সিউলে গ্যালাক্সি স্মার্ট ওয়াচ এবং গ্যালাক্সি নোট-৩ এর মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এই ঘোষণা দেন। আগামি অক্টোবরে নতুন ডিজাইনের এই স্মার্টফোন বাজারে আসবে।

প্রাথমিকভাবে দক্ষিন কোরিয়াতে এই ফোন বাজারে ছাড়া হবে বলেও জানিয়েছেন তিনি।

তবে ফোনটি কবে বাজারে ছাড়া হবে, সুযোগ-সুবিধা কি থাকবে, ডিজাইন কেমন হবে, দাম কেমন হবে সে সমস্ত ব্যাপারে বিস্তারিত প্রকাশ করেন নি তিনি।

স্যামসাং দীর্ঘদিন ধরে পরবর্তি প্রজন্মের জন্য নতুন-নতুন স্মার্টফোন আবিষ্কারের চেষ্টা চালিয়ে আসছে। এবছরের শুরুতে লাসভোগাসে অনুষ্ঠিত ‘কনজিউমার ইলেকট্রনিক্স শো’ তে স্যামসাং YOUM নামে নমনীয় ডিসপ্লের একটি স্মার্টফোনের নমুনা প্রদর্শন করে। প্লাস্টিকের তৈরি বাঁকা এই ডিসপ্লে সহজে ভাংবে না।

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।