আমাদের কথা খুঁজে নিন

   

রূপসা পাড়ে ইত্যাদি

ফাগুন অডিও ভিশন জানায়, টেলিভিশন অনুষ্ঠানকে স্টুডিওর বাইরে নিয়ে আসার অভিপ্রায়ে কয়েক বছর ধরে দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় ‘ইত্যাদি’ ধারণ করা হচ্ছে হানিফ সংকেতের নেতৃত্বে। প্রায় ২০ বছর আগে সংসদ ভবনের সামনে করা একটি অনুষ্ঠান থেকেই এর যাত্রা শুরু হয়।
নির্মাতা সংস্থা আরও জানায়, অনুষ্ঠান ধারণ উপলক্ষে ‘ইত্যাদি’ তার বিশাল বহর নিয়ে ২১ সেপ্টেম্বর খুলনা যায়। ২২ সেপ্টেম্বর ধারণের দিন রূপসা নদীর পূর্বতীরে আলোকিত মঞ্চের সামনে কয়েক হাজার মানুষের উপস্থিতিতে ধারণ করা হয় ‘ইত্যাদি’। অনুষ্ঠান ধারণের জন্য অনুষ্ঠানস্থলে বসানো হয়েছিল আলাদা বৈদ্যুৎতিক ট্রান্সফরমার।
আমন্ত্রিত দর্শক ছাড়াও আশপাশের রাস্তায়, গাছের উপর, নৌকার উপর বসে, নদীর পাড়ে হাঁটু পানিতে এবং নদীর তীরে দাঁড়িয়ে হাজারো মানুষ ‘ইত্যাদি’র ধারণ উপভোগ করেন। অনুষ্ঠান ধারণে সার্বিক সহযোগিতা করেছে স্থানীয় প্রশাসন। ‘ইত্যাদি’র এই ধারণ অনুষ্ঠান চলে সন্ধ্যা ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত।
‘ইত্যাদি’র রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।