আমাদের কথা খুঁজে নিন

   

ডাক নিতে আওয়ামী লীগ নেতার ঠিকাদারদের বাধা

ঝালকাঠিতে গণপূর্ত অধিদফতরের অধীন জেলা জজকোর্ট এলাকার ৩৬টি গাছের ডাক নিতে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে আওয়ামী লীগ নেতার ঠিকাদারদের বিরুদ্ধে। গতকাল দুপুর ১১টায় সময় নির্ধারিত থাকলেও এর আগেই গণপূর্ত বিভাগ ডাকে অংশগ্রহণকারীদের নাম অন্তর্ভুক্ত করা বন্ধ করে দেয়। নির্ধারিত সময়ে এসেও নাম অন্তর্ভুক্ত করতে না পেরে ক্ষুব্ধ হন সাধারণ ঠিকাদাররা। ালকাঠি গণপূর্ত বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী মো. আনোয়ার হোসেন জানান, গতকাল ঠিকাদারদের উপস্থিতিতে জজকোর্টের বিভিন্ন জাতের ৩৬টি গাছের নিলাম ডাকা হয়। এতে ৭ জনের মধ্যে পূর্ব চাঁদকাঠির মনির হোসেন ৫৩২০০ টাকা সর্বোচ্চ ডাক গ্রহীতা হন। এ সময় তিন সদস্যবিশিষ্ট ডাক কমিটির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। কয়েকজন ঠিকাদার অভিযোগ করেন, তারা সঠিক সময়ে অফিসে এলেও ডাকের লিস্টে তাদের নাম উঠানো হয়নি। পছন্দের লোককে কাজ পাইয়ে দেওয়ার জন্য অফিসের লোকদের ম্যানেজ করে ঝালকাঠি জেলা আওয়ামী লীগ নেতা মো. সাঈদ খানসহ সরকার দলীয় লোকজন এ কাজ করেছেন। তবে এ বিষয়ে তাদের বক্তব্য পাওয়া যয়িনি। ডাক কমিটির সভাপতি ঝালকাঠি উপ-বিভাগীয় প্রকৌশলী মো. আনোয়ার হোসেন জানান, ডাক প্রক্রিয়া সঠিক সময়ে সম্পন্ন হয়েছে। ঠিক সময়ে না আসায় অনেকের নাম অন্তর্ভুক্ত করা যায়নি। ঝালকাঠি গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী আবুল কালাম এ প্রতিবেদককে বলেন, আপনার কিছু জানার থাকলে উপ-বিভাগীয় প্রকৌশলীর কার্যালয়ে যোগাযোগ করেন।

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.