আমাদের কথা খুঁজে নিন

   

রেলের নিয়োগ কমিটিতে স্থান পেতে দৌড়ঝাঁপ

রেলের পৃথক পাঁচটি পদে নিয়োগ কমিটির গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পেতে কয়েকজন কর্মকর্তা দৌড়ঝাঁপ করছেন। এর মধ্যে খালাসি পদে নিয়োগ কমিটি হবে কিনা বিষয়টি এখনো চূড়ান্ত না হলেও কমিটি গঠনের প্রস্তুতি চলছে। নবনিয়োগ কমিটিতে বিভাগীয় পর্যায়ের কর্মকর্তা হিসেবে মনোনয়ন দিতে ২১ জানুয়ারি পশ্চিমাঞ্চলের জিএমকে চিঠি দেন পূর্বাঞ্চলের জিএম মোহাম্মদ মকবুল হোসেন। তবে চলতি সপ্তাহের মধ্যেই পৃথক এ নিয়োগ কমিটি চূড়ান্ত হচ্ছে। এর পর থেকে কর্মকর্তারা দৌড়ঝাঁপ শুরু করছেন।

অন্যদিকে ১৫ জানুয়ারি হাইকোর্ট ডিভিশনের বিচারপতি তরিকুল হাকিম ও কেএম সাহিদুল হকের বেঞ্চ রেলের পূর্বাঞ্চল ও পশ্চিমাঞ্চলের ২ হাজার ৭১১ জন ওয়েম্যান নিয়োগ ৩ মাসের জন্য স্থগিত করেন। এর আগে সাতজন ওয়েম্যান প্রার্থী চুক্তিভিত্তিক দীর্ঘদিন কাজ করছেন দাবি করে তাদের নিয়োগ দিতে হাইকোর্টে আবেদন করেন। এ আবেদনের পরিপ্রেক্ষিতেই এ নিয়োগ স্থগিত করা হয়েছে। রেলওয়ে সংগ্রাম পরিষদের আহ্বায়ক মোখলেছুর রহমানসহ নাম প্রকাশ না করার শর্তে একাধিক কর্মকর্তা-কর্মচারী বাংলাদেশ প্রতিদিনকে বলেন, বর্তমানে রেলের যে সব পদে নিয়োগ কমিটি গঠনের প্রস্তুতি চলছে তাতে স্থান পেতে কর্মকর্তারা ঊধর্্বতন মহলে দৌড়ঝাঁপ করছেন। তারা বলেন, খালাসিসহ কয়েকটি পদের বিপরীতে কয়েকজন কর্মকর্তা নিয়োগ দেওয়ার কথা মোটা অঙ্কের টাকা অগ্রিম নিচ্ছেন। তাই কমিটিতে স্থান পেতে তাদের তোড়ঝোড় চলছে।

রেল পূর্বাঞ্চলের চিফ পার্সোনাল অফিসার (সিপিও) আনোয়ার হোসেন বলেন, ৮টি পদের ক্যাটাগরির পৃথক পদে সমন্বয় করে ৪ ক্যাটাগরিতে নিয়োগ কমিটি করা হচ্ছে। এ সপ্তাহেই চূড়ান্ত করা হতে পারে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.