আমাদের কথা খুঁজে নিন

   

রাজধানীতে ঘরে ঢুকে ব্যবসায়ীকে খুন

শনিবার দুপুর ১২টার দিকে রূপনগর আবাসিক এলাকার ছয় নম্বর সেক্টরে এই ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
নিহত জাফরুল হক (৫০) ‘হোমস টেক’ নামের একটি ভবন নির্মাণকারী প্রতিষ্ঠানের মালিক ছিলেন। তিনি ক্ষমতাসীন আওয়ামী লীগের সঙ্গেও যুক্ত ছিলেন বলে স্বজনরা জানিয়েছে।
নিহতের ভাইয়ের স্ত্রী রীনা বেগম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুপুর ১২টার দিকে ড্রয়িং রুমে ঢুকে এক যুবক জাফরুলকে গুলি ছোড়ে। পরে ওই যুবক বাইরে থাকা অন্য যুবকের সঙ্গে মোটর সাইকেলে চড়ে পালিয়ে যায়।


হামলার সময় সাত তলা ভবনের নিচতলায় বসার ঘরে ছিলেন জাফরুল।
রূপনগর থানার পরিদর্শক (তদন্ত) মাহবুবে খোদা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, প্রধান ফটকের সঙ্গে ড্রইং রুমের দরজা। প্রধান ফটক ও দরজা দুটি ওই সময় খোলা ছিল।
জাফরুলকে প্রথমে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে নেয়া হয়, সেখান থেকে পাঠানো হয় স্কয়ার হাসাপাতালে। সর্বশেষ দুপুর ২টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসক জানান, জাফরুল মারা গেছেন।


দুই সন্তানের জনক জাফরুলের ভাই অলিউল হক মিন্টু পল্লবী থানা আওয়ামী লীগের প্রচার সম্পাদক। তিনি সাংবাদিকদের বলেন, পল্লবীর একটি ইউনিট আওয়ামী লীগের সদস্য ছিলেন জাফরুল।
অলিউল বলেন, কিছুদিন কয়েকজন সন্ত্রাসী তার ভাইয়ের কাছে চাঁদা দাবি করে আসছিল।
হত্যাকাণ্ডের পেছনে অন্য কোনো কারণ রয়েছে কি না- তা বুঝতে পারছেন না নিহতের ভাই।
পুলিশ পরিদর্শক মাহবুবে খোদা বলেন, হত্যাকাণ্ডের কারণ অনুসন্ধানে কাজ শুরু করেছে পুলিশ।


সোর্স: http://bangla.bdnews24.com

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.