আমাদের কথা খুঁজে নিন

   

কেরানীগঞ্জে পৃথক ঘটনায় দুই গৃহবধূর লাশ উদ্ধার

ঢাকার কেরানীগঞ্জ উপজেলায় পৃথক ঘটনায় আজ টুনি ওরফে জোসনা (৩৬) ও মৌসুমী নামে দুই গৃহবধুর লাশ উদ্ধার করেছে পুলিশ। ময়নাতদন্তের জন্য লাশ দুটি স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
 
জানা যায়, আজ সকাল ৮ টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জের আড়াকুল নয়ামাটি এলাকায় বালুর মাঠে গলায় ওড়না পেচানো অবস্থায় এক মহিলার লাশ উদ্ধার করে পুলিশ। খবর পেয়ে নিহত গৃহবধুর ভাই জুয়েল, পিতা হারুন ও স্বামী রিপন ঘটনাস্থলে গিয়ে লাশটি টুনির বলে সনাক্ত করে। টুনি দক্ষিণ কেরানীগঞ্জ থানার কোন্ডা ইউপির আইন্তা পশ্চিম পাড়া গ্রামের হারুন মিয়ার মেয়ে।

সে দু'সন্তানের জননী ছিল।
 
টুনির ভাই জুয়েল হাসান বলেন, আমার বোন গত শুক্রবার রাতে পরিচিত একজনের মৃতদেহ দেখতে স্বামীর বাড়ি থেকে হাসনাবাদ এলাকায় যায়। সেখান থেকে টুনি আর বাড়ি ফিরে আসেনি। রাতে অনেক খোজাখুজি করেও তাকে আর পাওয়া যায়নি। আজ সকালে লোক মুখে বালুর মাঠে এক মহিলার লাশ পড়ে থাকার খবর পেয়ে সেখানে গিয়ে বোনের লাশ সনাক্ত করি।

 
এ ব্যাপারে দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসি সাখাওয়াত হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, প্রাথমিক তদন্তে এটি একটি হত্যাকান্ড বলে মনে হচ্ছে।
 
এদিকে, শনিবার সকাল ১০ টার দিকে কেরানীগঞ্জ মডেল থানাধীন ভাগনা এলাকার একটি বাসা থেকে গৃহবধু মৌসুমীর লাশ উদ্ধার করে। নিহত মৌসুমী কুমিল্লা জেলার মেঘনা থানার তুলাতুলী গ্রামের আব্দুল খালেকের মেয়ে। কেরানীগঞ্জ মডেল থানার পরিদর্শক (তদন্ত) শাহজামান জানান, ১ মাস আগে রিপনের সাথে নিহত গৃহবধুর বিয়ে হয়। বিয়ের পর তারা ভাগ্না এলাকায় খালেক মিয়ার ভাড়া বাড়িতে ওঠে।

নিহত মৌসুমীর নাকে ও মুখে অনেক ফেনা ছিল। তবে এটি হত্যা না আত্মহত্যা তা খতিয়ে দেখা হচ্ছে।

সোর্স: http://www.bd-pratidin.com/     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.