আমাদের কথা খুঁজে নিন

   

কেরানীগঞ্জে ছেলের সামনে বাবাকে পিটিয়ে হত্যা

কেরানীগঞ্জে ছেলের সামনে বাবাকে পিটিয়ে হত্যা ও ছেলেকে গুরুতর আহত কেরেছে দুর্বৃত্তরা। চাঁপাইনবাবগঞ্জে কুপিয়ে হত্যা করা হয়েছে এক ব্যবসায়ীকে। এছাড়া বিভিন্ন স্থান থেকে চারজনের লাশ ও একজনের কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ। নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর-

তুচ্ছ ঘটনার জের ধরে ছেলের সামনে বাবাকে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বাবাকে বাঁচাতে এসে গুরুতর আহত হয়েছেন ছেলে।

রবিবার রাতে দক্ষিণ কেরানীগঞ্জের কোন্ডারচর এলাকায় এ ঘটনা ঘটে। নিহতের নাম মেছের আলী (৮০)। জানা যায়, কবুতর চুরির ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় কয়েক বখাটে রবিবার রাতে মেছেরকে পিটিয়ে গুরুতর আহত করে। এ সময় তার ছেলে আওলাদকে কুপিয়ে ও পিটিয়ে আহত করা হয়। হাসপাতালে নেওয়ার পথে মেছের মারা যান।

চাঁপাইয়ে গলা কেটে হত্যা : শিবগঞ্জের তেলকুপি খামারটোলা গ্রামের শরিফুল ইসলাম নামে এক ব্যবসায়ীকে গলা কেটে হত্যা করেছে সন্ত্রাসীরা। শরিফুল একই গ্রামের জোনাব আলীর ছেলে। চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার হরিপুর সেতু এলাকা থেকে গতকাল তার লাশ উদ্ধার করেছে পুলিশ। ব্রাহ্মণবাড়িয়া : সোমবার দাম্পত্য কলহের জের ধরে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে দুই সন্তানের জননীকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। নিহতের নাম অনিতা রানী সরকার কনক (২২)।

ঘটনার পরপরই স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন পালিয়ে যায়। তিন জেলায় তিন লাশ : রংপুরের পীরগাছা থানাভবনের পাঁচশ গজ দূরে পীরগাছা-গাইবান্ধা রুটের রেললাইনের পাশ থেকে গতকাল অজ্ঞাত পরিচয় যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশের ধারণা তাকে গলাকেটে হত্যা করা হয়েছে। এদিকে নিখোঁজের দুদিন পর মাদারীপুরের কাওড়াকান্দি ফেরিঘাট থেকে আবদুস সালাম নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। সালাম পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার আমরকেনিয়া গ্রামের আবদুল হকের ছেলে।

এছাড়া ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুর সদর উপজেলার মেম্বারবাড়ী বাজার থেকে উদ্ধার করা হয়েছে অজ্ঞাত পরিচয় এক যুবকের লাশ। তার গায়ে হাফ হাতা শার্ট ও পরনে ছিল লুঙ্গি। বানিয়াচংয়ে কঙ্কাল উদ্ধার : হবিগঞ্জের বানিয়াচংয়ে ধানের জমি থেকে মানুষের একটি কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ। উপজেলার অইদরপুর হাওর থেকে গতকাল কঙ্কালটি উদ্ধার করেন। উদ্ধার কঙ্কালটি ইছবপুর গ্রামের আজমান উল্লাহর মেয়ে জনি বেগমের (১৬) বলে ধারণা করছেন এলাকাবাসী।

 

সোর্স: http://www.bd-pratidin.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.