আমাদের কথা খুঁজে নিন

   

‘কমদামি স্মার্টফোনে চিন্তিত নয় অ্যাপল’

সম্প্রতি এক প্রতিবেদনে ইয়াহু নিউজ জানিয়েছে, অ্যাপল এখনও বাজারের শীর্ষে রয়েছে, এতেই সন্তুষ্ট কুক।
সম্প্রতি অনুষ্ঠিত ব্লুমবার্গ বিজনেস উইকের সঙ্গে এক সাক্ষাৎকারে টিম কুক এ বিষয়গুলো নিয়ে আলোচনা করেছেন। কুক জানান, অ্যাপলের স্মার্টফোন এবং ট্যাবলেট এখনও বাজারের শীর্ষস্থানে রয়েছে। স্বল্পদামের স্মার্টফোন নিয়ে কুক মন্তব্য করেন, এগুলো হয়তো বিক্রির দিক থেকে বাজারে এগিয়ে আছে, কিন্তু ব্যবহারের দিক থেকে বাজারে পিছিয়ে রয়েছে।

নেট মার্কেট শেয়ারের প্রতিবেদন অনুযায়ী, সব মোবাইল কার্যক্রমের মধ্যে ৫৫ শতাংশই আইওএসচালিত স্মার্টফোন এবং ট্যাবলেট থেকে আসে। অন্যদিকে আইডিসির তথ্য অনুযায়ী, বিশ্বের ৮০ শতাংশ স্মার্টফোন ও ট্যাবলেট অ্যান্ড্রয়েডচালিত।
কুক অ্যান্ড্রয়েড প্রসঙ্গে মন্তব্য করেন, মাত্র ৪৫ শতাংশ অ্যান্ড্রয়েড ব্যবহারকারী এর সর্বশেষ সংস্করণ ব্যবহার করছে। অন্যদিকে অ্যাপলের ৯৩ শতাংশ ব্যবহারকারী জুনের শেষে আইওএস ৬ ব্যবহার করেছে।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।