আমাদের কথা খুঁজে নিন

   

সামনের বছরেই আসছে সবচেয়ে কমদামি ল্যাপটপ



কমদামি বা 100 ডলার মূল্যের ল্যাপটপের কথা বেশ কিছু বছর ধরেই শোনা যাচ্ছে। কিন্তু সেই ল্যাপটপ বাসত্দবে রূপ দিতে যাচ্ছে 'দ্য ওয়ান ল্যাপটপ পার চাইল্ড অর্গানাইজশন নামের একটি সংস্থা। তারা এই ল্যাপটপ প্রস্তুতকরার জন্য চিনের এক কোম্পানিকে দায়িত্ব দেওয়া হয়েছে। প্রাথমিকভাবে এক হাজার ল্যাপটপ প্রস্তুত করা হচ্ছে। ওএলপিসি এই কমদামি ল্যাপটপটির নাম দিয়েছে 'এক্স ও মেশিনস' সেগুলো কিনা প্রস্তুত করবে চিনের শাংহাই অঞ্চলের কুয়েনটা কম্পিউটারস।

সংস্থাটির সফটওয়্যার বিভাগের প্রেসিডেন্ট ওয়াল্টার বেন্ডার বলেছেন, 'আমাদের কাছে প্রথম সমস্যা ছিলো আমরা কম দামি ল্যাপটপ তৈরী করতে পারবো কিনা। সেই প্রতিবন্ধকতা আমরা অতিক্রম করতে পেরেছি। এখন শুধু ছেলেমেয়েদের শেখানোর ব্যাপারটিই বাকি। কমদামি ল্যাপটপ বলতে যে মূল্যটা সাধারণত নির্দিষ্ট বিশেষে ধরা হয়েছিল তা হলো 100 ডলার। কিন্তু ওএলপিসি'র দাম প্রাথমিকভাবে ধরা হয়েছে 135 থেকে 140 ডলার।

তবে সংস্থাটি আশা করছে 2008 সাল নাগদ এটির মূল্য 100 ডলারে নিয়ে আসা যাবে। তবে ল্যাপটপটির সঙ্গে শিশু কতটুক খাপ খাওয়াতে পারে সেটা নিয়ে এখনো গবেষণার বাকি আছে। এটির উচ্চতা কেসিং এর ব্যাপারে বেশ নজর দেওয়া হয়েছে যাতে বেশি পরিমাণ ধূলো না জমে। এই খরচ কমানোর জন্য অপারেটিং সফটওয়্যার হিসেবে ব্যবহার করা হয়েছে 'ওপেন সোর্স অপারেটিং সিস্টেম'। এই এক্সও ল্যাপটপ যন্ত্রতে থাকবে 500 মেগাহার্জের প্রসেসর, 128 মেগাবাইটের ডির্যাম, 500 মেগাবাইটের ফ্ল্যাস মেমোরি এবং চারটি ইউএসবি পোর্ট।

মজার বিষয় হচ্ছে এতে কোন হার্ড ড্রাইভ নেই। প্রথম 1000 টি ল্যাপটপ পরিকল্পনা করা হয়েছে আগামী বছরের প্রথমদিকে আর্জেন্টিনা, ব্রাজিল, লিবিয়া, নাইজেরিয়া এবং থাইল্যান্ডের স্কুলে পড়ণ্ডয়া শিশুদের মাঝে বিতরণ করা হবে। আর বড় আকারের উৎপাদন আগামী গ্রীষ্মে শুরম্ন হবে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.