আমাদের কথা খুঁজে নিন

   

আইফোন ৫এস-এ কোয়াড-কোর জিপিইউ

এমনই এক সেমিকন্ডাক্টার বিশ্লেষক প্রতিষ্ঠান চিপওয়ার্কস আইফোন ৫এস-এর এ৭ চিপের নকশা বিশ্লেষণ করে জানিয়েছে, শুধু ৬৪-বিটের অপারেটিং সিস্টেম (ওএস) নয়, কোয়াড-কোর গ্রাফিক্স চিপ রয়েছে স্মার্টফোনটিতে।
প্রযুক্তি সংবাদবিষয়ক সাইট সিনেট জানিয়েছে, অ্যাপলের তৈনি স্মার্টফোনগুলোর মধ্যে ৫এস-ই হচ্ছে প্রথম স্মার্টফোন যাতে কোয়াড-কোর জিপিইউ আছে। আইফোন ৫-এর এ৬ চিপে ছিল তিন-কোরের জিপিইউ।
নতুন আইফোনের ডুয়াল-কোর সিপিইউ থাকার খবরও নিশ্চিত করেছে চিপওয়ার্কস।
আইপ্যাড ৩ এবং আইপ্যাড ৪-এর এ৫এক্স এবং এ৬এক্স চিপে কোয়াড-কোর জিপিইউ থাকলেও এই নিয়ে প্রথমবারের মতো স্মার্টফোনে কোয়াড-কোর জিপিইউ ব্যবহার করেছে অ্যাপল। যদিও স্মার্টফোন বাজারে অ্যাপলের মূল প্রতিদ্বন্দ্বী স্যামসাং গ্যালাক্সি সিরিজের স্মার্টফোনগুলোতে ৪ কোরের গ্রাফিক্স প্রসেসিং ইউনিট ব্যবহার করছে বেশ কিছুদিন ধরেই। 
সিনেটের প্রতিবেদন অনুযায়ী ৬৪বিটের ওএস আর কোয়াড-কোর জিপিইউ থাকায় সবচেয়ে বেশি সুবিধা হবে গেইমারদের। দ্রুত গতির চিপের কারণে ‘ইনফিনিটি ব্লেড থ্রি’-এর মতো গেইমগুলা খেলা সহজ হবে আইফোন ৫এস-এ।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.