আমাদের কথা খুঁজে নিন

   

জাতিসংঘে প্রধানমন্ত্রীর বক্তব্য শিষ্টাচার বহির্ভূত

প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘে বিএনপিকে জড়িয়ে কূটনৈতিক শিষ্টাচার বহির্ভূত বক্তব্য দিয়েছেন বলে অভিযোগ করেছেন বিএনপির যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ।

আজ রোববার সকালে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

এসময় তিনি বলেন, বিরোধী দলের প্রতি বিদ্বেষ ও প্রতিহিংসা করে প্রধানমন্ত্রীর তৃপ্তি হচ্ছে না, এজন্য দেশ-কাল-পাত্র কোনো কিছুই তিনি গ্রাহ্য করছেন না। তাই জাতিসংঘে ভাষণে প্রধানমন্ত্রী রাষ্ট্রাচার, শিষ্টাচার, কূটনৈতিক ভদ্রতার সব সীমানা অতিক্রম করে মূলত তিনি দেশের জনগণকেই অপমান করেছেন।

তিনি আরও বলেন, একটি আন্তর্জাতিক ফোরামে বিশ্বনেতাদের সামনে কী এক অভিনব বক্তব্য দিলেন প্রধানমন্ত্রী। দেশে সারাক্ষণ বিরোধী দলের প্রতি নিরন্তর বিষোদগার করেও তার প্রতিহিংসার ক্ষুধা মিটছে না। তাই এখন আন্তর্জাতিক ফোরামেও নিজ দেশের প্রধান বিরোধী দলের বিরুদ্ধে ন্যক্কারজনক কুৎসা অব্যাহত রেখেছেন।

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন দলের অর্থনৈতিক বিষয়ক সম্পাদক আব্দুস সালাম, ধর্ম বিষয়ক সম্পাদক মাসুদ আহমেদ তালুকদার, সহদফতর সম্পাদক আসাদুল করিম শাহীন প্রমুখ।

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.