আমাদের কথা খুঁজে নিন

   

newbies এর আক্ষেপ এবং ইমেইল মার্কেটিং সিক্রেটস রিভিলড

আমি এর আগে একটা পোস্ট করেছিলাম মাত্র। thor একাউন্ট হতে। পাসয়ার্ড এবং ইমেইল ভুলে গেছি। এবং পোস্ট করেই নিজের প্রতি নিজেরই কেমন দোষী দোষী লেগেছিল। blackhat ভাষায় নিজেকে কেমন leecher-leecher লাগছিলো।

সেই অপরাধ বোধ থেকেই আজকে টিউন করতে বসা। আজ টিটি কে কিছু দেয়ার ইচ্ছা নিয়ে টিউন করতে বসলাম। এখানে অনেকেই অনেক টিউটোরিয়াল লিখেন। দুঃখজনক হলেও সত্যি কথা হল বেশিরভাগ টিউন মাত্রই টিউনই ইন্ট্রোডাক্টরি। অর্থাৎ কোন একটি রাস্তা চিনিয়ে দিয়েই ফুড়ুৎ।

এস-ই-ও, ইমেইল মার্কেটিং, ফ্রিল্যান্সিং এর উপর কত হাজার টিউন যে আছে গুনে শেষ করা যাবে না। অথচ most of them are introductory. আল্লাহ্‌র দোহাই লাগে ভাই, যারা techtunes এ আসে তারা ইতিমধ্যেই জেনে ফেলেছে কেন seo করতে হবে, কেন freelancing করতে হবে... এইসব লেখা বাদ দিয়ে এখন কিভাবে এস-ই-ও করতে হবে তা লিখেন... কিভাবে ফ্রিল্যান্সিং করতে হবে তা লিখেন...
আমি আবার কাউকে বলছি না যা আপনি নিজে কিভাবে টাকা আয় করেন তার blueprint দিতে। কারণ আপনি বছরের বছরের পর পরিশ্রম করে যেই গোপন loophole খুঁজে পেয়েছেন সেটা ফ্রিতে পাব্লিক্লি বিলিয়ে দিয়ে নিজের কম্পিটিশন বৃদ্ধি করার পক্ষে কোন যুক্তি কেউ উপস্থাপন করতে পারবে না। frankly আমিও হয়ত আমার money making keywords অথবা money making sites কখনও publicly reveal করব না। (তবে টেকটিউনসে অনেকেই যথেষ্ট মহানুভব আছে যারা নিজেদের secret reveal করেছেন, তাদের প্রতি আমার মত newbie রা কৃতজ্ঞ)
গুগোলের নিরীহ দর্শন গুন্ডা-পান্ডা-পেঙ্গুইন
কিন্তু যেসব প্রতিষ্ঠান গুলো নিজেদের বিজ্ঞাপনের উদ্দেশ্যে একই টিউন প্রতিদিন ঘুরিয়ে ফিরিয়ে লিখে নিজেদের কাস্টমার বেজ তৈরি করছে আমাদের আক্রোশ তাদের প্রতি।

আপনার প্রতিষ্ঠানের মার্কেটিং করতে চাইলে স্পন্সর্ড টিউন করুন। চিটিং বাজি কইরেন না...আর megapost শিরোনাম দেয়ার আগে মেগাপোস্ট কি জিনিষ জাইনা নিয়েন...
আমি অলস মানুষ। তবুও চেষ্টা করবো যতটুকু জানি তার থেকে চেষ্টা করবো যত বেশী সম্ভব tools and money making method সাপ্লাই করার। আমি নিজে একজন newbie/novice Internet Maketer. আজকে আমি আপনাদেরকে ইমেইল মার্কেটিং এর secret reveal করে দিবো।
ইমেইল মার্কেটিং কেন করতে হয় তা নিশ্চয়ই আপনারা জানেন? আপনি একটা ইমেইল লিস্ট থেকে অনেক ভাবেই টাকা আয় করতে পারেন।

(যদি না জানেন আওয়াজ দিয়েন। ভবিষ্যতে কয়েক খান newbies friendly উপায় বাতলে দিমু নে। ) আয় Depend করে আপনার ইমেইল লিস্ট কোন মার্কেটের জন্য তৈরি করা হয়েছে তার উপরে। যদি আপনার ইমেইল লিস্টের ইউজাররা হয় webmasters আর আপনি যদি এদের কাছে weight loss products sell করার চেষ্টা করেন তাহলে কি হবে? তাই ইমেইল লিস্ট তৈরি করতে হয় টার্গেটেড। আপনি ৬ মিলিয়ন লিস্ট(নন-টার্গেটেড) থেকে যদি ৬ তা সেলস পান তাহলে ৬০০ টার্গেটেড লিস্ট থেকে পাবেন ৬ সেল।

যদিও আমার টার্গেটেড লিস্ট এর ক্ষেত্রে কনভার্সন রেট ১৮% এর কাছাকাছি। তাই ইমেইল যোগার করার সময় আপনাকে মাথায় রাখতে হবে এরা আপনার প্রোডাক্ট কিনবে কি না?
টার্গেটেড লিস্ট তৈরি করা সোজা না। এক কথায় ইমেইল মার্কেটিংই সোজা না। আপনার ডলার না থাকলে ইমেইল মার্কেটিং নিয়ে চিন্তা না করাই ভালো। আমি আমার জ্ঞানের ক্ষুদ্র পরিসরে গুগলিং করে কোন ফ্রি smtp server পাই নি।

(কেউ ফ্রি উপায় জানলে এখানে জানাতে পারেন) ভ্যালিড smtp server ছাড়া আপনি ইমেইল সেন্ড করতে পারবেন না। এখানে একটা ভিডিও আছে। আমি সিউর না এটা আসলেই কার্যকর কিনা। আমি aweber use করি। ১৳ trial use করে দেখতে পারেন।

প্রথম মাসে ১৳। এরপর থেকে ১৯৳ per month. WORHT EVERY SINGLE CENT.
আমি আজকে আপনাদেরকে একটা টুল দিচ্ছি যেটা দিয়ে আপনার সহজেই targetted email scraping করতে পারবেন। এটার নাম arsyn email scraper. আমি সাধারণত গুগোল স্ক্র্যাপিং করে ইমেইল কালেক্ট করি। আপনি আপনার ইচ্ছা মত কালেক্ট করতে পারেন। একদম সোজা।

keyword অথবা সাইটের লিঙ্ক দিবেন। আপনাকে ইমেইল স্ক্র্যাপ করে দিবে। আমি গুগোল থেকে ফ্রেশ লিস্ট স্ক্র্যাপ করেই বেষ্ট conversion rate পেয়েছি। আর টাকা পয়সা কামানোর পরে এদেরকে কিছু পয়সা donate কইরেন।
এইটা ডাইরেক্ট ডাউন-লোড লিঙ্ক।

(no fucking kidding)
এইটা aweber এর ১৳ ট্রায়াল এর লিঙ্ক(no fucking রেফারেলিং)
কোন কিছু না বুঝলে আমাকে ফেসবুকে জিজ্ঞাসা করতে পারেন। কিন্তু প্লীজ আমি কোন product sell করি এইসব জিজ্ঞাসা কইরেন না। thats my personal gold mine. ভালো লাগলে কইয়েন, খারাপ লাগলেও কইয়েন। ভালো লাগলে আরও দিমু। খারাপ লাগলে আর দিমু না।


আমার ফেসবুক(নয়া একাউন্ট এন্ড এক্টিভ) আমার ফেসবুক(পুরান একাউন্ট এবং নট দ্যাট এক্টিভ) আমার সাইট(নন-প্রফিট বেটা ভার্শন)
 
বিদ্রঃ বাংলা টাইপিং কম পারি তাই টিউন ছোট হইছে... এবং আরেকটা প্রশ্ন to moderators... cracked tools share করা কি জায়েজ আছে?

সোর্স: http://www.techtunes.com.bd/     দেখা হয়েছে ১৩ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।