আমাদের কথা খুঁজে নিন

   

নির্মমতার শিকার আদুরি ও সভ্য সমাজের মুখুশের আড়ালে ডাইনী নারী।

বন্যপ্রাণীদের বাঁচান, পরিবেশ রক্ষা করুন
ছোট বোন আদুরি। খুব সুন্দর ছিল তার চেহারা। নামটিও তার খুব সুন্দর আদুরি। নাম আদুরি হলেও আদরের বদলে তার জীবন ছিল আনাদরের। নির্মন নির্যাতন ও অত্যাচারে হয়ত সে মারাও যেতে পারত।

রাখে আল্লাহ মারে কে। বোন আদুরি বেঁচে আছে কিন্তু কোনদিন ভুলতে পারবে কি তার উপর আসা নির্মন নির্যাতন গুলিকে? ভুলবে কি সে তার সৃতি গুলিকে? আমাদের মতোই সে জন্মেছিল অনেক আশা ছিল জীবনের। দারিদ্র্যের কারণে তার মা তাকে ঢাকায় কাজে পাঠায় একটি বাসায়। কিন্তু বাসায় সে আসে সেটি ছিল এক ভয়ংকর ডাইনীর। মানুষ যে শয়তানের চেয়েও নিকৃষ্ট হতে পারে তার এক নমুনা হল এই কুৎসিত ভয়ংকর মহিলাটি।

সামান্য সখ করে কানের দুল পড়েছিল এতেই ক্ষিপ্ত হয়ে ছোট্ট মেয়েটির সারা সরিলে ব্লেড দিয়ে খুচিয়ে, ইস্ত্রির গরম ছ্যাকা দিয়ে নির্মম অত্যাচার করে করে কষ্ট দিয়েছে আদুরিকে। আহত নিস্তেজ আদুরিকে এরপর আটকে রাখে বাথরুমে। একসময় অচেতন হয়ে যায় আদুরি। মারা গেছে মনে করে তাকে অন্যান্য ময়লার মতো ডাস্টবিনে ফেলে দেয়। সেখান থেকে দুই নারীর সহায়তায় মৃতপ্রায় অবস্থা থেকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করানো হয়।

আমি নির্যাতনকারী এই জগন্য ডাইনী মহিলার ফাঁসি চাই। এই মহিলার স্বামী ও এর সাথে জড়িত অন্যদেরও দৃষ্টান্তমূলক সাজা চাই। আদুরির খবর শুনে মনটা খুব খারাপ হয়ে গেল। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন এই আদুরিকে অনেক বছর বাঁচিয়ে রাখে। আদুরির বাকি জীবন যেন তার আদরেই কাটে।


 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.