আমাদের কথা খুঁজে নিন

   

বসুন্ধরা সাঁতারে সেরা বিকেএসপি

ভাঙল মিলনমেলা। ১১টি জাতীয় রেকর্ডের মধ্য দিয়ে গতকাল পর্দা নামল বসুন্ধরা সাঁতারের। সারা দেশ থেকে ৫০০ প্রতিযোগী অংশ নিয়েছিলেন বসুন্ধরা ২৯তম জাতীয় বয়সভিত্তিক সাঁতার প্রতিযোগিতায়। ১০০ ইভেন্টের এই আসরে ৫৮টি স্বর্ণপদক জিতে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠান (বিকেএসপি)। মিরপুরে সৈয়দ নজরুল ইসলাম জাতীয় সুইমিং কমপ্লেঙ্ েঅনুষ্ঠিত তিন দিনব্যাপী এই প্রতিযোগিতার পৃষ্ঠপোষকতা করেছে বসুন্ধরা গ্রুপ।

গতকাল বসুন্ধরা ২৯তম জাতীয় বয়সভিত্তিক সাঁতার প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুইমিং ফেডারেশনের সভাপতি ও নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল এম ফরিদ হাবিব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লে. কর্নেল খন্দকার আবদুল ওয়াহেদ (অব.) উপদেষ্টা (জনসংযোগ) এবং প্রধান মানবসম্পদ বিভাগ, বসুন্ধরা গ্রুপ। এ ছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ সুইমিং ফেডারেশনের ঊধর্্বতন কর্মকর্তা। পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপের চিফ মার্কেটিং প্রমোশন অফিসার মো. সাইফুল ইসলাম হেলালীও উপস্থিত ছিলেন।

১০০টি ইভেন্টের মধ্যে চ্যাম্পিয়ন বিকেএসপি ৫৮টি স্বর্ণ, ৪৪টি রৌপ্য ও ২৯টি ব্রোঞ্জ পদক জিতেছে।

রানার্সআপ হয়েছে বাংলাদেশ আনসার। তারা ১৫টি স্বর্ণ, ১৯টি রৌপ্য ও ১৫টি ব্রোঞ্জ জিতেছে। বিকেএসপির সাঁতারু আরিফুল ইসলাম ১৩টি স্বর্ণ জিতে ব্যক্তিগতভাবে এবং মেয়েদের বিভাগে মরিয়ম খাতুন ২টি নতুন জাতীয় রেকর্ডসহ ৮টি স্বর্ণ, ৩টি রৌপ্য ও ১টি ব্রোঞ্জ পদক জিতে শ্রেষ্ঠত্ব অর্জন করেছেন। এ ছাড়া বিকেএসপির জাহিদুল ইসলাম ১১টি, টিটু মিয়া ১১টি, নয়ন আলী ৬টি, রাশেদা খাতুন ৬টি স্বর্ণপদক জিতেছেন।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সাঁতার প্রতিযোগিতার পৃষ্ঠপোষকতা করার জন্য বসুন্ধরা গ্রুপকে ধন্যবাদ জানিয়েছেন সুইমিং ফেডারেশনের সভাপতি ও নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল এম ফরিদ হাবিব।

বিশেষ অতিথির বক্তব্যে খন্দকার আবদুল ওয়াহেদ বলেন, 'বসুন্ধরা গ্রুপ কাজ করে দেশ ও মানুষের কল্যাণে। আর সাঁতারের মতো সম্ভাবনাময় একটি খেলাকে এগিয়ে নিয়ে যেতেই বসুন্ধরা গ্রুপ এই প্রতিযোগিতার পৃষ্ঠপোষকতার দায়িত্ব নিয়েছিল। বসুন্ধরা গ্রুপ সবসময় দেশ ও মানুষের কল্যাণে কাজ করে আর সেই প্রয়াস থেকেই এই প্রতিযোগিতার সঙ্গে বসুন্ধরার সম্পৃক্ততা। নিজস্ব করপোরেট টুর্নামেন্ট থেকে শুরু করে জাতীয় পর্যায়ে বিভিন্ন খেলাধুলায় বসুন্ধরা গ্রুপ সার্বিক সহযোগিতা ও পৃষ্ঠপোষকতা করে আসছে। '

 

 



সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।