আমাদের কথা খুঁজে নিন

   

মেয়েদের নিয়ে কিছু প্রশ্ন ( কোন বড় আপু উত্তর দিবেন প্লিজ )

ভেঙে ভেঙে নিজেকে আবার গড়েছি । এইবার হয়তো থাকতে পারবো ।

আপনি একটা ছেলেকে আস্ক করেন "তুমি ওই মেয়েটা কে ভালোবাসো কেনো? " উত্তর টা আসবে "ওর হাসি, চাল-চলন সবকিছু ভাল লাগে তাই " অধিকাংশ ছেলের কোনো মেয়ের প্রেমে পড়ার কারন এটাই। কিন্তু একই প্রশ্ন কোনো মেয়েকে আস্ক করলে উত্তর আসবে "ছেলেটা অনেক হ্যান্ডসাম " বা "ওর অনেক টাকা " বা "ও অনেক ভালো স্টুডেন্ট " সবগুলা উত্তরের মদ্ধ্যেই সার্থপর সার্থপর একটা ভাব আছে। আসলে এটাই একটা ছেলে ও মেয়ের চিন্তা ভাবনার পার্থ্যক্য।

একটা ছেলে সহজেই তার চাইতে একটা নিম্নশ্রেনীর মেয়েকে ভালোবাসতে পারে। কিন্তু একটা মেয়ে কখনো তার চাইতে নিম্নশ্রেনীর ছেলের প্রেমে পড়ে না। আসলে ওরা অনেক দূরদর্শী। আর বেচে থাকার জন্ন্য এই দূরদর্শীতার প্রয়োজন বোধ হয় অনেক বেশী। যেই মেয়ে যতটা কম বাস্তব্ধর্মী তার বিপদে পড়ার সম্ভবনা তত বেশী।

কিন্তু এইটা কি উচিত?,?? তারা কি পারে না একটা খারাপ ছেলের পাশে এসে দাড়াতে???? কিংবা একটা খারাপ ছেলেকে অনেক ভালো বানাতে???? প্রতিটা ছেলেই তো তার প্রিয় মানুষ্টার সামনে সুবোধ বালকের মত থাকে। একটা মেয়ে ইচ্ছা করলেই এই সুবোধ বালকটিকে দিয়ে যা ইচ্ছা তাই করাতে পারে। তারা তবে কেনো সুধু খারাপ কাজ গুলোয় করায়???? ভালো কিছু কেনো করায় না???? কেউ বলতে পারো?????

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।