আমাদের কথা খুঁজে নিন

   

আপনাদের মনে আছে বাংলাদেশের প্রথম মহিলা বিমান প্রশিক্ষক ফারিয়া লারার কথা

মনের কথা ব্লগে বলে ফেলুন,নয়তো মনে কথার বদহজম হবে
জন্মঃ১৬ই এপ্রিল ১৯৭০, রাত ১২-৪০, বৃহস্পতিবার। মা প্রখ্যাত কথাশিল্পী ও বাংলা একাডেমির প্রাক্তন পরিচালক সেলিনা হোসেন। বাবা বাংলাদেশ বিমানের কর্মকর্তা আনোয়ার হোসেন খান। লারা উদয়ন বিদ্যালয়, হলিক্রস কলেজ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে। কিছুদিন সাপ্তাহিক সময় পত্রিকার সহকারী সম্পাদকের দায়িত্ব পালন করে।

১৯৭৯ সালে ফিলিপস বাংলাদেশ পুরস্কার ও ১৯৮০ সালে নিপ্পন টেলিভিশন নেটওয়ার্ক আয়োজিত প্রতিযোগিতায় স্বর্ণপদক পায়। এছাড়া ১৯৮৪ সালে ভারতের শঙ্কর আন্তর্জাতিক পুরস্কার ও বাংলাদেশ টেলিভিশনের ১৯৭৮ সালের নতুনকুঁড়ি প্রতিযোগিতায় ছবি আঁকা ও উপস্থিত বক্তৃতায় পুরস্কার লাভ করে। ১৫ই সেপ্টেম্বর ১৯৯৬ সালে লারা সিভিল এভিয়েশন অথরিটি অফ বাংলাদেশের কাছ থেকে প্রাইভেট পাইলটের লাইসেন্স অর্জন করেন। ১৯৯৮ সালের ১৯শে মার্চ লারা বাণিজ্যিক পাইলট লাইসেন্স লাভ করেন। এরপরই তিনি পাইলটদের প্রশিক্ষক হওয়ার প্রশিক্ষণ নেন।

তিনি বাংলাদেশের প্রথম নারী পাইলট প্রশিক্ষক। পাইলট হতে ইচ্ছুক শিক্ষাথীদের ক্লাশ নেওয়ার পাশাপাশি উড্ডয়নের প্রশিক্ষণ নিতে শুরু করেন। পঞ্চাশ ঘন্টার এই প্রশিক্ষণের শেষ দিনটি ২৭ সেপ্টেম্বর ১৯৯৮ সালে বিমান দুর্ঘটনার সম্মুখীন হন। মৃত্যুঃবিমান দুর্ঘটনায় ১৯৯৮সালের ২৭শে সেপ্টেম্বর । বরিশাল থেকে ঢাকায় ফেরার পর পোস্তগোলা এলাকায় সেসনা-১৫০ বিমানের কো পাইলট সহ তিনি নিহত হন।

সশ্রদ্ধ সালাম ফারিয়া লারার প্রতি। আমরা চাই আরো ফারিয়া বাংলাদেশ বিমানে যোগদান করে শঙ্খচিল হয়ে উড়ে বেড়াক বাংলার আকাশে। দৈনিক ইত্তেফাক wikipedia.org
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.