আমাদের কথা খুঁজে নিন

   

অ আ আজকের লেখালেখি - ২১৭ (আন্তরিকতা ও ঢাকাইয়া কালচার)

কাঁদছো !! কান্নাতে তোমাকে দারুণ দেখায় ! "ভাই! কিছুতোই খাইলেন না? এডি কিছু হইলো?"- আমি হাসলাম। টেবিলে এলাহী কারবার; কাবাব, পরোটা, মুরগীর রেজালা, দইবড়া, ভ্যাপা পিঠা, এগুলো সন্ধ্যার নাস্তা। নিপুনদের কলতাবাজারের বাড়ীতে আমি গিয়ে মুগ্ধ তাদের আতিথিয়তায়। আজ আমি প্রথম নিপুনের বাড়ী গেলাম। নিপুনের সাথে আমার পরিচয় খুব বেশী দিনের নয়।

টুকটাক ফটোগ্রাফির বদৌলতে পরিচয়। সবচেয়ে ভালো লেগেছে, নিপুনের বাবা একজন শৌখিন ফটোগ্রাফার ছিলেন , অনেক দিন হলো ফটোগ্রাফি করেন না। উনি আমাকে উনার সংগ্রহ দেখালেন দামী মিনোল্টা ক্যামেরা দেখালেন মুগ্ধ হয়ে দেখলাম। জানলাম এনডি ফিল্টারের মতন অনেক রকমের ফিল্টারের কার্যকারিতা। ফ্ল্যাশের পেছনে এ্যাপেচার অপশনটা খুব মজা লাগলো সচারচর এমন দেখিনি কখনো।

দারুন কিছু বই যেখানে ছবি তোলার বিভিন্ন কারুকার্য জেনে খুব ভালো লাগলো। আমার জন্ম, বড় হওয়া সবকিছুই নতুন ঢাকার শেষ প্রান্তে যার নাম গোপিবাগ। ঝুনু পোলাও,হাজীর বিরিয়ানী, স্টার কাবাবা, সুপার হোটেলর জন্যে পুরানো ঢাকার প্রতি দূর্বলতা আমার সবসময়ের। আর সেখানে বিচরন করে আমার একগাদা ঢাকাইয়া বন্ধু। খুব ভালো লাগে তাদের আন্তরিকতায়।

আমি বহু মানুষের সাথে মিশেছি। কিন্তু নতুন ঢাকার মানুষের ভিতর কোন প্রান নেই, কেমন যেন রোবট, ভালবাসা যেটুকু আছে তাও দিল খোলা নয়। অথচ পুরানো ঢাকার অলিগলিতে প্রানে টৈ-টুম্বর, সারাক্ষন আনন্দ লেগে আছে, আন্তরিকতায় ভরপুর। আমি অদ্ভুত ভালোবাসার টানে ছুটে যাই বারবার সেই দিল খোলা মানুষের কাছে, যারা আমাকে দেখলে বলে," আব্বে ! আইছোস এতদিনে? এক্কেরে ভুইলা গেলি আমারে? চল মামা! বিরিয়ানী মাইরা আসি। তোরে বেবাক স্টোরী কমু আমাগো লভ স্টোরী।

হিঃ হিঃ "। ১৪ই জানুয়ারী,২০১৩ -------------------------------------------------------------------------------- লেখালেখি ৩৬৫ প্রজেক্ট ২১৭/৩৬৫ (বিলম্বে আপলোডের জন্যে দুঃখিত) ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।