আমাদের কথা খুঁজে নিন

   

পিছিয়ে পড়েও আতলেতিকোর জয়

‘জি’ গ্রুপের অন্য খেলায় দশ জনের জেনিত সেন্ট পিটার্সবাগের সঙ্গে গোলশূন্য ড্র করে চ্যাম্পিয়ন্স লিগে প্রথম পয়েন্ট পেয়েছে অস্ট্রিয়া ভিন।
পোর্তোর মাঠে পিছিয়ে পড়েও হাল ছাড়েনি লা লিগায় টানা সাত ম্যাচে জয় পাওয়া অ্যাতলেতিকো। দ্বিতীয়ার্ধে দিয়েগো গদিন ও আরদা তুরানের গোলে তিন পয়েন্ট নিয়েই মাঠ ছাড়ে প্রথমার্ধে পিছিয়ে থাকা স্পেনের দলটি।
ক'দিন আগেই মাদ্রিদ ডার্বিতে রিয়াল মাদ্রিদকে ১-০ গোলে হারানো অ্যাতলেতিকোর শুরুটা ভালো হয়নি। গদিনের কাছ থেকে বল কেড়ে ১৬ মিনিটে স্বাগতিকদের এগিয়ে নেন কলম্বিয়ান স্ট্রাইকার জ্যাকসন মার্তিনেস।


দ্বিতীয়ার্ধের ৫৮ মিনিটে খেলায় সমতা ফেরান সেই গদিনই। পর্তুগালের দলটির গোলরক্ষক হিলটনের ভুল থেকে বল পেয়ে ফাঁকা জালে জড়াতে ভুল করেননি তিনি।
৮৬ মিনিটে বক্সের ঠিক বাইরে থেকে আরদা তুরানের নেয়া ফি-কিক জালে জড়ালে জয় নিয়ে মাঠ ছাড়ে দিয়েগো সিমিওনের দল।
জেনিত-অস্ট্রিয়া ভিন
‘জি’ গ্রুপের অন্য ম্যাচে ১২ মিনিটেই স্বাগতিক জেনিত সেন্ট পিটার্সবাগকে এগিয়ে নিচ্ছিলেন স্ট্রাইকার হাল্ক। বক্সের ঠিক বাইরে থেকে ব্রাজিল স্ট্রাইকারের শট ঠেকিয়ে দেন ভিন গোলরক্ষক হেইঞ্জ লিন্ডনার।

পরের মিনিটে আবার ব্রাজিল স্ট্রাইকারকে হতাশ করেন তিনি।
এরপর আলেক্সান্দার কেরঝাকভের জোরালো শট অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হলে বেঁচে যায় অস্ট্রিয়ার দলটি।
৪৪ মিনিটে অ্যাক্সেল উইসেল লাল কার্ড দেখলে দশ জনের দলে পরিণত হয় স্বাগতিকরা। তারপরও দ্বিতীয়ার্ধে রুশ দলটিকে চেপে ধরতে পারেনি ভিন।
উল্টো ৭৩ মিনিটে হাল্কের ফ্রি-কিক অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট না হলে দশ জনের দল নিয়েও পূর্ণ তিন পয়েন্ট পেতে পারতো জেনিত।


এই গ্রুপে টানা দুই জয়ে ছয় পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে অ্যাতলেতিকো। ৩ পয়েন্ট নিয়ে দুই নম্বরে পোর্তো। এক পয়েন্ট করে নিয়ে শেষ দুটি স্থানে রয়েছে জেনিত ও ভিন।

সোর্স: http://bangla.bdnews24.com     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।