আমাদের কথা খুঁজে নিন

   

পিছিয়ে পড়েও টটেনহ্যামের জয়

টটেনহ্যামের জয়ের নায়ক ইমানুয়েল আদেবায়োর। দলের তিন গোলের দুটোই টোগোর তারকা স্ট্রাইকারের। বিজয়ী দলের অন্য গোলটি ছিল আত্মঘাতী। আগের ম্যাচে ঘরের মাঠে লিভারপুলের কাছে ৫-০ গোলে বিধ্বস্ত হওয়া টটেনহ্যাম ১৩ মিনিটে ইংলিশ মিডফিল্ডার অ্যাডাম ল্যালানের গোলে পিছিয়ে পড়ে শঙ্কায় পড়ে গিয়েছিল। তবে ২৫ মিনিটেই আদেবায়োর সমতায় ফেরান দলকে।

৫৪ মিনিটে আত্মঘাতী গোলে এগিয়েও যায় ‘স্পার্স’ নামে পরিচিত টটেনহ্যাম। কিন্তু পাঁচ মিনিট পরই সাউথহ্যাম্পটনের ইংলিশ স্ট্রাইকার রিকি ল্যাম্বার্টের গোল আবার সমতা নিয়ে আসে ম্যাচে। তবে ৬৪ মিনিটে আদেবায়োরের গোলে পিছিয়ে পড়া স্বাগতিক দল আর সমতায় ফিরতে পারেনি। শেষ পর‌্যন্ত এই গোলটিই তিনটি মূল্যবান পয়েন্ট এনে দেয় টটেনহ্যামকে। ১৭ ম্যাচে ৩০ পয়েন্ট নিয়ে লিগে সপ্তম স্থানে আছে টটেনহ্যাম।

সমান ম্যাচে ৩৬ পয়েন্ট নিয়ে সবার ওপরে লিভারপুল। রোববার ইংলিশ লিগের অন্য ম্যাচে এভারটন ২-১ গোলে সোয়ানসি সিটিকে হারিয়েছে।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।