আমাদের কথা খুঁজে নিন

   

প্রধানমন্ত্রী রূপপুরে

পদ্মা নদীর তীরে দুই হাজার মেগাওয়াট উৎপাদন ক্ষমতার 'স্বপ্নের প্রকল্প'-এর প্রথম পর্যায়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করতে পাবনার রূপপুরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বুধবার সকাল সাড়ে ১০টার দিকে হেলিকপ্টারে করে রূপপুরে নামার পর তিনি সরাসরি প্রকল্প মাঠে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন।

অনুষ্ঠানে উপস্থিত আছেন রাশিয়ান ফেডারেশনের সাবেক প্রধানমন্ত্রী ও রাশিয়ার আনবিক শক্তি কর্পোরেশন রোসাটমের মহা পরিচালক সের্গেই ভি কিরিয়েনকো।

রূপপুর পরমাণু বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে  রাশিয়ার পারমাণবিক জ্বালানি সংস্থা রোসাটমের সঙ্গে সহযোগিতা চুক্তি করেছে বাংলাদেশ। চুক্তি অনুয়ায়ী, অবকাঠামো উন্নয়নসহ বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে সব ধরনের সহযোগিতা দেবে রুশ সরকার এবং কেন্দ্র পরিচালনার জন্য প্রয়োজনীয় জ্বালানি সরবরাহ করবে এবং ব্যবহৃত জ্বালানিও ফেরত নেবে তারা।

গতকাল মঙ্গলবার সকালে বঙ্গবন্ধু নভো থিয়েটারে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের জন্য একটি তথ্য কেন্দ্র উন্মুক্ত করা হয়েছে। যে কেউ এখানে গিয়ে প্রস্তাবিত এ কেন্দ্রটি সম্পর্কে তথ্য সংগ্রহ করতে পারবেন। 

সোর্স: http://www.bd-pratidin.com/

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.