আমাদের কথা খুঁজে নিন

   

উত্তরণ

তোমাকে দিয়েছি চিরজীবনের বর্ষা ঋতু; এখন আমার বর্ষাতে আর নেই অধিকার । তবুও জলদমন্দ্রে কাঁপে যেহেতু, চোখ ঢেকে তাই মনে করি শুধু ক্ষনিক বিকার। আকাঙ্খা ছিলো তোমাকে সাজাবে বৃষ্টিকণা...
হাত ফস্কে উড়ে গ্যাছে সময় স্তিমিত আলোর কারচুপি রাজপথে উত্তরণে সেই একই আকাশ একই আলো – শহর বন্দকি। তুমি বরং নদী হতে পারতে। আর আমার হরদম খোলামকুচি।

কতটা শান্ত হতে পারো! এই যে আমার সাথে আমার সমঝোতা- ভূমিহীন সেখানে আমি। তোমার কানের দু’পাশের ঐ এলোচুলের মতই হতে পারত আমার অহংকার। বাতানুকূল শপিং মলের যেটুকু বরফ-হাওয়া নিভিয়ে রাখে উত্তাপ, সেটুকু ধাক্কাই যথেষ্ট। ধ্বস নেমে একটা সমুদ্র আজ টোটেনখামেনের মুকুট। আর কিছু ভীমরুল এখনও অন্ধকার জ্বালিয়ে খোঁজে আফ্রোদিতি আর সেই বিষফুল।


 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.