আমাদের কথা খুঁজে নিন

   

জাভা + এনড্রয়েড = জাভান্ড্রয়েড :-P এ আবার কেমন কথা

এন্ড্রয়েড নিয়ে আমার ২য় পোষ্ট। ভুল হলে দুঃখিত।
আসুন এনড্রয়েড সেট কে জাবায় পরিনত করি
আসলে, এনড্রয়েডে কি ভাবে জাবা সফ্টওয়্যার চালাবেন সেটা নিয়ে আলোচনা আর কি।
শুরুতেই বলে নেই, আপনার সেটটি অবশ্যই রুট থাকতে হবে।
প্রথমে আপনি যে জাবা সফ্টওয়্যারটি চালাবেন, তা ডাউনলোড করে নিন।


অতঃপর এই সাইট এ jar অথবা,  jad ফাইল টি আপলোড দিন এবং Get Apk তে ক্লিক করুন।
লিন্কঃ আমি এখানে
শুধু মাত্র jar অথবা, jad এর যে কোন একটি ব্যাবহার করুন, আর কোন কিছুর পরিবর্তন করবেন না।
Internet Download Manager এবং Firefox এর Downloader এ মাঝে মাঝে সমস্যা হয়। গুগল ক্রোম এ ট্রাই করুন যদি সমস্যা হয়। অতঃপর এই Convert কৃত jar / jad  সফ্টওয়্যারটি Install দিন।

এখন এখান থেকে Java Emulator সফ্টওয়্যারটি ডাওনলোড করে Install দিন। লিন্কঃ এখানে আমি এখন Install কৃত জাবা সফ্টওয়্যারটি Open করে ব্যবহার করুন।
আমি নিজে ব্যাবহার করছি। আমার Convert করা Ebuddy.jar to Apk ফাইলটি প্রমান সরূপ Upload দিলামঃ লিন্ক আমি
আমি ICS 4.0.4 এ ব্যবহার করি।
ভাল লাগলে বলবেন।


এনড্রয়েড নিয়ে আমার প্রথম টিউনঃ লিন্ক
সবাই ভাল থাকবেন।
ফেইসবুকে আমি : আমার আমি
আল্লাহ হাফেজ।

সোর্স: http://www.techtunes.com.bd/     দেখা হয়েছে ৯৫ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.